নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
প্রত্যন্ত গ্রামে নব দিগন্তের ধ্রবতারা হয়ে পথ দেখাচ্ছে ডরম্যান্ট গার্ডেন পাবলিক স্কুল । তারই জীবন্ত চিত্র দেখা গেল তাদের বার্ষিক ক্রীড়া ও,সাংস্কৃতিক অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শোভা বর্ধন করেন হরেকনগর হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মো: সেলিম সেখ,বেলডাঙ্গা থানার পুলিশ অফিসার প্রবীর প্রামাণিক,প্রাক্তন ভূমিদপ্তরেরআধিকারিক রুমি সুলতান ও বিদগ্ধ ব্যক্তিগণ। অতিথিদের ফুলের তোরা ছাড়াও মিশন গ্রিন ইউনিভার্সের সৌজন্যে আস্ত চারাগাছ দিয়ে বরণ করে নেওয়া হয়। ১৫০ জন শিক্ষার্থী সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহন করে।
আরও পড়ুন: মৌপাল দেশপ্রাণ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব
সংগীত,আবৃত্তি, নৃত্য,বক্তব্য, ছড়া,ছন্দে জমজমাট ছিল অনুষ্ঠান। এদিন গত বুধবারে অনুষ্ঠিত ক্রীড়া ও সারা বছরের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লেখা অর্ধেন্দু বিশ্বাসের লেখা নাটক” এসো বিভেদ সরাই,ঐক্য গড়ি”।
আপাদমস্তক একটি প্রত্যন্ত গ্রামের প্রকৃতির কোলে অবস্থিত এই বিদ্যালয় পথ চলা শুর করে মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে। ২০১৫ সালে নওদার শ্রী তপনকুমার মন্ডল মহাশয়ের বাড়িতে। কিন্ত আজ চৈতন্যপুর ১ অঞ্চলের সত্তরপুর গ্রামে সবুজের মাঝে তা মহীরুহে পরিণত হতে চলেছে। বর্তমানে শিশু ও মাধ্যমিক বিভাগ মিলিয়ে মোট শিক্ষার্থী প্রায় চারশো। প্রথাগত শিক্ষার বাইরে নৈতিক মূল্যবোধ,ভারতীয় ঐতিহ্য,শারীর শিক্ষা,ইংরেজি ও হিন্দির ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ষাটজন শিক্ষার কারিগর সোনালি ভবিষ্যত নির্মান করে চলেছে রাত-দিন।
নিরাপদ আবাসিক,আহার,পানীয় জল,খেলারমাঠ,পার্কিং, উন্নত কম্পিউটার ল্যাব ব্যবস্থার পাশাপাশি প্রতিমাসে প্রখ্যাত অতিথি শিক্ষক ও মেন্টর দ্বারা শিক্ষার্থীদের মোটিভেট করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584