বাংলায় দশদিনে দ্বিগুণ বৃদ্ধি কনটেনমেন্ট জোন

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফেরার পর সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে দাবি করেছেন অনেকেই। আর তা শুধু স্বাস্থ্য দফতরের বুলেটিনের সংখ্যায় নয়, প্রমাণ মিলছে কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধিতেও। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, ১০ দিনে দ্বিগুণেরও বেশি বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। তবে এর জন্য রাজ্য সরকারের নতুন নীতি দায়ী বলেও মনে করছেন অনেকে।

Containment zone | newsfront.co
প্রতীকী চিত্র

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৮০৬। চলতি মাসের শুরুতে যা ছিল ৮৪৪। এই কনটেনমেন্ট জোনের প্রায় ৬০ শতাংশ কলকাতাতেই। কলকাতাতে জুনের প্রথম ১০ দিনে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। ৩৫১ থেকে বেড়ে তা হয়েছে ১০০৯টি। এছাড়া অন্যান্য জেলাতেও কনটেনমেন্ট জোনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তর ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২১৯ হয়েছে বলে জানানো হয়েছে। কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে কিছু দিন আগে পর্যন্ত গ্রিন জোনে থাকা পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাতেও। সব মিলিয়ে রাজ্যে আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে সংক্রমণ।

আরও পড়ুনঃ সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত ভারতীয় কৃষক

রাজ্য সরকারের কনটেনমেন্ট জোন চিহ্নিত করার নতুন নীতি অনুসারে শুধুমাত্র যে আবাসনে করোনা রোগীর সন্ধান মিলবে বিধিনিষেধ জারি হবে শুধু সেখানেই। রাস্তা বা এলাকাকে কনটেনমেন্ট জোনের আওতায় ফেলা হবে না। এর ফলে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। আগে যেখানে এক কনটেনমেন্ট জোন এলাকাতেই অনেক রোগীকে একসঙ্গে ফেলা যেত, এখন প্রত্যেক করোনা রোগীর জন্য আলাদা কনটেনমেন্ট জোন হওয়ায় সংখ্যা বেড়েছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here