সন্তানের পিতৃ পরিচয় ঘিরে সন্দেহ,লাঞ্ছিত প্রসূতি

0
159

শ্যামল রায়,কালনাঃ

আপডেটেড সময়ে এরকম ঘটনা ঘটবে হতবাক এলাকার মানুষ।কন্যা সন্তান জন্ম দেওয়ায় লাঞ্ছিত প্রসূতি।

মেয়ে সন্তান প্রসব করায় এক  প্রসূতিকে চরম হেনস্তার মধ্যে পড়তে হল বুধবার কালনা মহকুমা হাসপাতালে।এই রকম একটি গুরুতর অভিযোগ তোলেন প্রসূতি সহ তার বাবা-মা।যদিও ওই বধূর শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়,বৌমা আমাদের বাড়ি থাকতে চায় না বলেই সাজানো কথাবার্তা বলা হচ্ছে।

doubt about childs father identity
নিজস্ব চিত্র

মাত্র আট মাস আগে মন্তেশ্বর থানার মিরগাহারের মেয়ে সোনিয়া খাতুনের দেখেশুনে বিয়ে হয় নাদনঘাট থানার সিংহজুলি গ্রামের ফেরদৌস মল্লিকের সাথে।পেশায় মোটর ভ্যান চালক এই যুবকের মা ফরিদা বিবি জানান,গত বৃহস্পতিবার রাত্রে বৌমার পেটে  যন্ত্রনা শুরু হলে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসারত অবস্থায় ওই রাত্রি আড়াইটা নাগাদ বৌমা বেডেই একটি অপুষ্ট  কন্যা সন্তানের জন্ম দেয়।শিশুটিকে এসএনসিইউতে দেওয়া  হয়। বৌমার বাবা-মা খবর পেয়ে হাসপাতালে এসে তাঁদের মেয়েকে দেখেন।অন্যদিকে আমি ছিলাম শিশুটির তত্ত্বাবধানে।বুধবার ছুটি হয়ে গেলে বৌমা সহ শিশুটিকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি।কিন্তু বৌমার বাবা-মা তাতে  শুধু বাধাই দেননি,মেয়েকে আর শ্বশুরবাড়ি না পাঠানোর হুমকি দেন,মামলা করবেন বলে শাসায়।তখন আমার ছেলে বলে এই কয় মাসের মধ্যে কি করে সন্তান জন্মালো? শিশুর ডিএনএ টেস্ট করাবো।

আরও পড়ুনঃ নেশার ঘোরে দুর্ঘটনাগ্রস্থ,গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন

প্রসূতির বাবা জামিলউদ্দিন আলম শেখ জানান,মেয়ে হওয়ার পর থেকে জামাই একবারও শিশুটিকে কোলে নেয়নি।এমন কি কেমন আছে, তার খোঁজখবর পর্যন্ত নেয়নি।শিশুটি তার সন্তান বলে মানতেই চায়নি।তাই মেয়ে নিজের বাড়ি নিয়ে যাচ্ছি।
শিশুকে নিয়ে ওঠা প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবো।এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here