নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাত্র এক দিন আগে ইস্টবেঙ্গলের আসিয়ান জয়ের সতেরো বছর পূর্তির উপলক্ষ্যে আসিয়ান জয়ী ফুটবলাররা ক্লাবকে চিঠি দেন করোনা সংকটের সময় ক্লাব যেন আইএসএল খেলাতে মন না দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সেই চিঠিতে নাম ছিল ব্রাজিলিয়ান ডগলাস সিলভারেরও।
তবে এদিন তিনি প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘গত দুসপ্তাহ ধরে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে বেশির ভাগ মানুষ আলোচনা করছেন। কিন্তু যারা প্রকৃতই ইস্টবেঙ্গলকে ভালোবাসেন তাদের ভালোবাসা ক্লাবের জন্যে একই রকম থাকবে, সে ইস্টবেঙ্গল আইএসএল বা আই লীগ যেখানেই খেলুক না কেন। আর যারা ক্লাবের বিরুদ্ধে তারা বিষয়টাকে আলাদা ভাবে দেখবেন।‘
আরও পড়ুনঃ কঠিন পরিস্থিতিতে সমাজ সেবায় মন দেওয়া উচিৎ চিঠি আসিয়ান জয়ীদের
আমাদের উচিত যারা করোনা আক্রান্ত তাদের চিন্তা আগে করা। তবে হ্যাঁ ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন খেলোয়াড় রূপে আমি অবশ্যই ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চাই।’ এরফলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে আদৌও সব ফুটবলারের অনুমতি নিয়ে চিঠির লেখা হয়েছে কিনা ! যদি ক্লাব আইএসএল কমিটিকে চিঠি দেন যে তারা আইএসএল খেলবে তাই তাঁদের যেন লকডাউন পরিস্থিতিতে একটু সময় দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584