করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু, শোকের ছায়া মেদিনীপুর শহরে

0
402

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর শহরের মেদিনীপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগরের মেদিনীপুর কেডি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক ৫৫ বছর বয়সী অমল রায় বীরভূমের সিউড়ি জেলা হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

Dr Amal Ray | newsfront.co
ডাঃ অমল রায়

তিনি কয়েকদিন আগে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার পর বীরভুমের বোলপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কয়েকদিন আগে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম নগর এলাকায় কেডি কলেজের পাশে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমল রায়।

আরও পড়ুনঃ রেস্তরাঁয় ঘাড় ধাক্কা! ক্ষুব্ধ অনন্যা বিড়লা

তিনি কৃতি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। করোনা যোদ্ধা হিসেবে প্রথম সারিতে থেকে বহু রোগীর চিকিৎসা করেছেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

কিন্তু করোনা যোদ্ধা চিকিৎসক অমল রায়ের প্রাণ কেড়ে নিল করোনা। যা কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সকলেই। অবশেষে নিজেই করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। চিকিৎসক অমল রায়ের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here