বৃহস্পতিবার সৌরভকে দেখতে আসতে পারেন দেবী শেঠি

0
68

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

শারীরিক পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে স্টেন্ট। এদিন অ্যাপলোতে ইকো কার্ডিয়ওগ্রাম এবং ইসিজি করা হয়। যদিও সবাই বলছে গুরুতর কিছু নয়।

sourav ganguly | newsfront.co

বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম এবং রক্ত পরীক্ষা হবে। কবে স্টেন্ট বসানো হবে, তারপরেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সৌরভকে দেখতে ফের শহরে আসতে পারেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। প্রথম বার দেবী শেঠি দেখেই জানান কোনো ভয়ের কারণ নেই। সৌরভ ম্যারাথনেও দৌঁড়াতে পারবেন চাইলে তার কোনো অসুবিধা নেই।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক পেইন-ই

আপাতত দুই চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের তত্ত্বাবধানেই তাঁর চিকিৎসা চলছে। বৃহস্পতিবার শহরে দেবী শেঠি আসার সম্ভাবনা রয়েছে। তিনি সৌরভের শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এদিন বিকেলে হালকা খাবার ও সুপ খেয়েছেন। গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে এদিন ফের অস্বস্তিবোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here