উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার সভাপতি ডাঃ দিব্যেন্দু মজুমদারকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর আগে প্রেসিডেন্ট পদের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই কেন্দ্রের নির্দেশে ডিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরতে হল ডাঃ দিব্যেন্দু মজুমদারকে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় বলা হয়েছে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদের যে নির্বাচন হয়েছিল তা বেআইনি এবং নিয়মবিরুদ্ধ। ডিসিআইয়ের দুই সদস্য যে অভিযোগ করেছিলেন তার প্রমাণ মিলেছে।
আরও পড়ুনঃ শুভেন্দু এখন চিন্তার কারণ! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের
নির্বাচিত প্রেসিডেন্ট যে যে তথ্য দাখিল করেছিলেন সেগুলোর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল তা প্রমাণিত হয়েছে। তিনি আইনের অপব্যবহার এবং বেনিয়ম করেছেন। ডিসিআইয়ের ২০১৯ সালের ডিসেম্বরে নির্বাচিত প্রেসিডেন্ট ডাক্তার দিব্যেন্দু মজুমদারকে অপসারিত করে ভাইস প্রেসিডেন্টকে কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ডিসিআইকে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584