নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
করোনার কবলে গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাচ্ছেন না চিকিৎসকরাও। এবার কোভিডের কোপে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার ‘নৈহাটির বিধান রায়’ নামে পরিচিত বিশিষ্ট চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পাঁচ টাকার ডাক্তার হিসাবে নৈহাটির পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমায় পরিচিত ছিলেন তিনি। নাড়ি টিপে দেখে স্বল্প ওষুধ দিয়ে রোগী সুস্থ করতেন বলে তাঁকে স্থানীয় বাসিন্দারা নৈহাটির ‘বিধান রায়’ বলতেন।
মূলত চেস্ট স্পেশালিস্ট হলেও জেনারেল ফিজিশিয়ান হিসাবে সাধারণ গরীব রোগীদের কাছে ‘ভগবান’ ছিলেন তিনি। শিশু চিকিৎসাতেও তাঁর সুনাম ছিল। লকডাউন হওয়ার পর কোভিডের ভয়ে যখন কেউ রোগী দেখেননি তখনও তিনি নিয়মিত চেম্বার করতেন। এই অতিমারীর সময় একজন রোগীকেও ফিরিয়ে দেননি এই চিকিৎসক।
আরও পড়ুনঃ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৮০ হাজারের গন্ডি
সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ গত শনিবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভরতি হয়েছিলেন হিরণ্ময়বাবু। ছিল জ্বরও। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পর পর দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই প্রয়াত হন চিকিৎসক। হিরণ্ময়বাবু আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর খবরে শুধু নৈহাটি নয়, রাজ্যের চিকিৎসক মহলও আজ শোকস্তব্ধ।
আরও পড়ুনঃ রেফারের জেরে মৃত্যু প্রসূতির, অভিযোগ দুই সরকারি হাসপাতালের বিরুদ্ধে
দিন কয়েক আগে ব্যারাকপুর মহকুমারই শ্যামনগরে প্রদীপ কুমার ভট্টাচার্য নামে আরেক জনপ্রিয় চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। তিনিও গরিবের ডাক্তার হিসাবে শ্যামনগরের মানুষের খুবই কাছের মানুষ ছিলেন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসক প্রাণ হারালেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584