এফআইআর দায়ের করার ৪০ দিন পর গ্রেফতার ডাঃ কাফিল খান

0
55

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কারণে এবং সিএএ বিরোধী উস্কানিমূলক মন্তব্য পোষণের কারণে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের এক চিকিৎসক ডাঃ কাফিল খানকে। বুধবার উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করে।

dr kafeel khan | newsfront.co
উত্তরপ্রদেশ পুলিশের সাথে কাফিল খান(ডানদিক থেকে দ্বিতীয়)। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

এর আগেও কাফিলের নামে একাধিক অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিআরডি হাসপাতালে ৬০ জনেরও বেশি শিশুমৃত্যুর অভিযোগ উঠেছিল কাফিলের বিরুদ্ধে।

জানা যায়, ওই সময় বিআরডি হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বে ছিলেন কাফিল খান। শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তিনি অন্যান্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নামে অভিযোগ উঠেছিল বেআইনি ব্যবসা চালানোর জন্য ওই হাসপাতালের অন্যান্য বিভাগ থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে তিনি বাড়িতে ব্যবসা চালাচ্ছেন। এই অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে অবশ্য ক্লিনচিট দিয়ে তাকে মুক্ত করে।

আরও পড়ুনঃ মানসিক অবসাদে আত্মঘাতী গৃহবধূ

ডিসেম্বরে দেশ জুড়ে যখন সিএএ বিরোধী আন্দোলনে দেশ উত্তাল, তখন কাফিলের নামে অভিযোগ ওঠে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। এর ভিত্তিতে ১৩ ডিসেম্বর তার নামে এফআইআর হয়। এর দু’দিন পরেই উত্তরপ্রদেশ পুলিশ আলিগড় ক্যাম্পাসে অনুমতি ছাড়া ঢুকে বিক্ষোভকারীদের উপর অত্যাচার চালায়। হস্টেলে ভাঙচুরও করা হয়।

তবে প্রশ্ন উঠছে ডিসেম্বরে করা এফআইআর-এর এতদিন পর কেন কাফিল খানকে গ্রেফতার করা হল। কাফিল খানের বৃহস্পতিবার মুম্বইয়ে সিএএ বিরোধী একটি প্রতিবাদ-মিছিলে উপস্থিত থাকার কথা, যেখানে সিএএ-র বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের মতোই মুম্বইবাগেও মহিলা প্রতিবাদকারীদের অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here