নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ডাঃ কাফিল খানের আটক থাকার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিল উত্তর প্রদেশ সরকার। জাতীয় সুরক্ষা আইনে তাঁকে আটকে রাখা হয়েছে ২৯ জানুয়ারি থেকে। সিটিজেনশিপ এমেন্ডমেন্ট আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে যখন, সেই সময় ডাঃ কাফিল খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ১০ জানুয়ারি এক সভায় নিজের বক্তব্য পেশ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে বক্তব্যের বিষয় নিয়ে।

২৯ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়, জাতীয় সুরক্ষা আইনে। আলিগড়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরও তিন মাস লাগু রাখার নির্দেশ দেন।
Dr. Kafeel Khan Jailed Under NSA@sharatpradhan21 says, "Dr. Kafeel Khan had arranged oxygen cylinders with his personal resources to save lives of children. Instead of being rewarded, he has been punished."#KafeelKhan #CAAprotest pic.twitter.com/XQDuGQUM9M
— Faye DSouza (@fayedsouza) August 12, 2020
এরপরে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বিশেষ ক্ষমতা বলে ডাঃ খানের জেলে থাকার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর নির্দেশ দিলেন এবার; অর্থাৎ ডাঃ খানের জেলের সময়সীমা বেড়ে দাঁড়ালো ১৩ নভেম্বর ২০২০।
Dr Kafeel Khan Case :
NSA on Dr Kafeel has been extended for next 3 months.
This is 3rd extension, a doctor is being treated like a dreaded criminal because he is a Muslim and he dared to speak against govt.#FreeDrKafeelKhan
— Md Asif Khan (@imMAK02) August 14, 2020
আরও পড়ুনঃ লোকসভার বাদল অধিবেশনের সম্ভাবনা সেপ্টেম্বরেই
ডাঃ কাফিল খান প্রথমে সংবাদ শিরোনামে আসেন ২০১৭ সালে। গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু সংখ্যক শিশুমৃত্যুর ঘটনায়। সরকারি হাসপাতালের এই দুর্দশার ঘটনা সংবাদে উঠে আসে, সেখানে যতজন শিশুকে বাঁচানো গিয়েছিল তা সম্ভব হয়েছিল কারণ ডাঃ কাফিল খান ব্যক্তিগত উদ্যোগে কিছু অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছিলেন বলে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত চেতন চৌহানের মৃত্যু
যাঁর সংবাদ শিরোনামে থাকার কথা বহু শিশুর প্রাণ বাঁচিয়ে ত্রাতার ভূমিকা নিয়েছিলেন বলে, তিনি বর্তমানে সংবাদ শিরোনামে, ঠিকানা এখন জেল অভিযোগ দেশদ্রোহের; উত্তরপ্রদেশ সরকার তাঁকে দেশদ্রোহী মনে করেছে বলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584