নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০১৭ সালে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে অক্সিজেন-সঙ্কটে শিশুমৃত্যুর বিরুদ্ধে মুখ খুলেই প্রথম যোগী সরকারের রোষানলে পড়েন ওই হাসপাতালেরই চিকিৎসক কাফিল খান।
কর্তব্যে গাফিলতির মিথ্যে অভিযোগ থেকে শুরু নাগরিকত্ব আইনের প্রতিবাদে কথা বলায় দেশদ্রোহিতার অভিযোগ- তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেই বাকি রাখেনি যোগী সরকার। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রীম কোর্ট, কোথাও এক বিন্দু দোষী প্রমাণ করতে পারেনি তাঁকে। তাও উত্তরপ্রদেশে সরকারি চিকিৎসক হিসেবে এখনও বহাল তাঁর সাসপেনশন।
এই কাফিল খানই চিকিৎসক দিবসে তাঁর ভ্রাম্যমান ডাক্তারখানা ‘ ডক্টরস অন হুইল’ নিয়ে পা রাখলেন বাংলায়। বাংলায় ‘কাফিল খান ফাউন্ডেশন’-এর সহযোগী এক নাগরিক মঞ্চের আমন্ত্রণে আসেন এ রাজ্যে, সংগঠনটি একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল কাঁকিনাড়ায়। সেখানেই দিনভর রুগী দেখলেন। উদ্যোক্তারা জানিয়েছেন ‘কথা ছিল ডাক্তারবাবু বিকেল ৪টে অবধি রোগী দেখবেন পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখলেন।’
ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিনে ধুতি পাঞ্জাবি পরিহিত ডাক্তারবাবু উত্তর প্রদেশ নির্বাচনের আগে শোনালেন তাঁর ভবিষ্যতের পরিকল্পনা। কথা বললেন রাজনীতি নিয়েও। তিনি জানান চলতি মাসেই ফের এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। যোগী সরকার তাঁর চাকরির বিষয়ে হাইকোর্ট , সুপ্রীম কোর্ট কারুর কথাই মানছে না এমনকি চেপে যাচ্ছে তদন্ত রিপোর্টও।
আরও পড়ুনঃ PNB Scam: পিএনবি কাণ্ডে তদন্তে সাহায্যের আশ্বাস দিয়ে ১৭ কোটি ফেরালেন নীরব মোদির বোন, বড় সাফল্য ইডি-র
আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন, তার আগে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করলেন তিনি। প্রথমেই জানালেন বাংলায় বিজেপির এই হার ‘ঐতিহাসিক’। সরাসরি রাজনীতিতে তিনি এখনই যুক্ত হবেন না তবে ‘ নো ভোট টু বিজেপি’-র ধাঁচে উত্তরপ্রদেশেও একটি বিজেপি বিরোধী নাগরিক মঞ্চ তৈরির চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কোন দলকে নয়, কয়েকজন প্রার্থীর পাশে থাকতে চান তিনি এই মুহূর্তে। ”যোগী বাবাকে গোরক্ষপুরে ফেরত পাঠাতে মরিয়া চেষ্টা করব,”এমনটাই সোচ্চারে জানালেন ডা: কাফিল খান।
আরও পড়ুনঃ রাজ্যপালের বাজেট বক্তৃতা শেষ ৭ মিনিটে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তুমুল হট্টগোল
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কলকাতায় রয়েছে যা: কাফিল খানের স্বাস্থ্য-শিবির। আক্ষেপের স্বরে বললেন, স্বাধীন দেশে কোনও সরকারই স্বাস্থ্যখাতে জাতীয় সম্পদের এক শতাংশও খরচ করেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584