প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ‘সুপার স্প্রেডার’, বললেন আইএমএ’র ভাইস প্রেসিডেন্ট

0
106

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যখন সারা দেশের স্বাস্থ্য কর্মীরা মানুষকে করোনা বিধি মেনে চলতে সচেতন করছেন তখন প্রধানমন্ত্রী সব বিধি ভেঙ্গে রাজনৈতিক সমাবেশ করছেন, এভাবেই উষ্মা প্রকাশ করেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি।

narendra modi |  newsfront.co
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত সারাদেশ, দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন লক্ষ। ক্রমশ বেহালদশা হচ্ছে বহু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার। এই পরিস্থিতিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. নভজ্যোত দাহিয়া । প্রধানমন্ত্রীকে ‘সুপার স্প্রেডার’ বলে বর্ণনা করে তিনি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রধানমন্ত্রীই।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ইস্তফা চাওয়া কোনো পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়নি ফেসবুককে, জানাল কেন্দ্র

সংবাদমাধ্যমের সামনে ডাক্তার নভজ্যোত দাহিয়া বলেন, ‘করোনার বিধিনিষেধ সম্পর্কে সাধারণ মানুষকে যখন আরও বেশি করে সচেতন করে তুলতে প্রাণপাত করছেন ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা,তখন প্রধানমন্ত্রী নির্দ্বিধায় কোনোরকম কোভিড বিধির তোয়াক্কা না করেই রাজনৈতিক সমাবেশ করে চলেছেন।’

তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের বিষয়েও কখনও বিন্দুমাত্র দায়িত্বশীল ভূমিকা দেখাননি প্রধানমন্ত্রী, বলেও উল্লেখ করেন দাহিয়া। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মোদী সরকারের ভূমিকা সম্পর্কে সমালোচনায় সরব হয়েছে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল । এমন আবহে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহ সভাপতির এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here