আন্তর্জাতিক মানের ভার্চুয়াল সেমিনারে যোগ মেদিনীপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী’র

0
80

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইউনাইটেড নেশন্স ৭৫ উপলক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ ফাউন্ডেশন’, মঙ্গলবার আয়োজন করেছিলো একটি আন্তর্জাতিক মানের ভার্চুয়াল সেমিনার। আলোচনার বিষয় ছিলো, ‘ইন্টারন্যাশনাল গোলস্‌-কোয়ালিটি এডুকেশন-দ্য ফিউচার’।

vivekanada chakraborty | newsfront.co
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী। নিজস্ব চিত্র

এটির উদ্যোগ গ্রহণ করেছিলেন ‘আই এম আর এফ ইন্সটিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এই আন্তর্জাতিক আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক রত্নাকর ডি. বালা। যিনি এই ফাউন্ডেশনের অধিকর্তা। আমন্ত্রিত অতিথি ও বক্তা ছিলেন সারা বিশ্বের শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন।

teacher | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোচবিহারে নব-নির্মিত মেডিক্যাল কলেজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ড.বিবেকানন্দ চক্রবর্তী। অংশ নেন অ্যাসিসটেন্ট ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ড.ফ্রলিয়ান মোবো; ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল উইমেন্স কাউন্সিল, ইউনাইটেড কিংডম ড.পি.বিজয়া বাণী।

এই আন্তর্জাতিক আলোচনা সভা থেকে বিশ্বে শিক্ষাক্ষেত্রে যারা বিশিষ্ঠ অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন অধ্যাপক রত্নাকর ডি. বালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here