নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিপদের কথা বুঝতে পেরে সবাইকে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন যিনি, তাঁর ঠাঁই হল না এই ধরাধামে। করোনাভাইরাস সম্পর্কে অন্যান্য চিকিৎসক ও সবাইকে যিনি সবার আগে সতর্ক করেছিলেন, সেই চিনা চিকিৎসক ডঃ লি ওয়েনলিয়াঙ মারা গেলেন করোনাভাইরাসের প্রকোপেই। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ করোনার সংক্রমণে জারি ‘হেলথ এমার্জেন্সি’, চিনে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে শীঘ্রই
চিনা গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, করোনাভাইরাস চিনে ছড়িয়ে পড়ার প্রাক্কালে চিনের আট চিকিৎসকের একটি দল এই ভাইরাসের সংক্রমণ নিয়ে সবাইকে সচেতন করেছিলেন।
Sad news: Li Wenliang, the Wuhan doctor who first sounded alarm about #coronavirus, has died.
Instead of listening to him, Chinese Communist authorities arrested him and forced him to write a “self-criticism,” a Maoist era method of punishing dissenting voices. pic.twitter.com/NKpdnSv6nM
— Marion Smith (@smithmarion) February 6, 2020
ডঃ লি ওয়েনলিয়াঙ তাঁদের মধ্যে প্রথম চিকিৎসক, যিনি সবার আগে এই ভয়াবহতার কথা বলেন। তখন চিনা সরকার গুজব ছড়ানোর অপরাধে ওয়েনলিয়াঙকে তিরস্কার করেছিল। কিন্তু তিনি ঠিকই বুঝেছিলেন এই রোগ ধীরে ধীরে মহামারীর আকার নেবে।
আরও পড়ুনঃ করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিজের গাফিলতি স্বীকার চিনের, সার্সের থেকেও অধিক মৃত্যুর ঘটনা প্রকাশ
আসলে নিজেও করোনাভাইরাসের স্বীকার হয়েছিলেন ওয়েনলিয়াঙ। তাই অনুভব করতে পেরেছিলেন কীভাবে মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে একটা গোটা দেশে।
গত বছরের ডিসেম্বরে হুবাই-এর সাতজন অধিবাসী একসাথে অসুস্থ হয়ে ডাঃ ওয়েনলিয়াঙ-এর হাসপাতালে ভর্তি হয়েছিল। একথা তিনি ‘উই চ্যাট’-এ জানিয়েছিলেন অন্যান্য চিকিৎসকদেরও। জানিয়েছিলেন যে, অসুস্থদের প্রত্যেকের শরীর থেকেই সার্স জাতীয় মারণ রোগের লক্ষণ ধরা পড়েছে। তখন এই ব্যাপারটিকে অতটা গুরত্ব দিয়ে কেউই দেখতে চাননি, নাহলে এই রোগ হয়তো আজ মহামারীর আকার নিতো না।
বৃহস্পতিবারই সরকারি বিবৃতিতে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে এখনও পর্যন্ত চিনে সর্বমোট ৫৬৪ জন মারা গেছেন এবং ৩১ টি অঞ্চলে কমপক্ষে ২৮,০১৮ জনের শরীরে ওই মারণ ভাইরাস বাসা বেঁধেছে।
যদিও কানাঘুঁষো খবর, কমিউনিস্ট পার্টি আসল খবর ধামাচাপা দিতে চাইছে। এই রোগে মৃতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি এবং সংক্রমিত অন্তত দেড় লাখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584