পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্য নাট্য মেলার উদ্যোগে নজমু নাট্য নিকেতনে ছয় দিন ব্যাপী নাট্য উৎসব এর সূচনা হয়।ছয় দিন ব্যাপী চলা এই নাট্য উৎসবের প্রথম দিন প্রতাপ বন্দোপাধ্যায় এর নির্দেশনায় কলকাতার একগুচ্ছ শিল্পীদের নিয়ে পরিবেশন করা হয় নাটক ‘সেকেন্ড ওপিনিয়ন’। নাট্য মেলার দ্বিতীয় দিনে আসাম থেকে আসা শিল্পীদের দ্বারা পরিবেশন করা হয় অসীম কুমার শর্মার ‘চুপ এক প্রহসন’।
তৃতীয় দিন সোমবারে একই দিনে পর পর দুটো নাটক মঞ্চস্থ করা হয়।এদিন প্রথমে সুরজিৎ ঘোষের নির্দেশনায় দিনাজপুরের কৃষ্টি নাট্য সংস্থার পক্ষ থেকে ছোট্ট তরুণ তরুণীদের নিয়ে আয়োজন করা হয় নাটক হিপলিটাস ও মানিক রায় চৌধুরীর লেখা নাটক ছায়ার শুভ সূচনা হয়।অমিত রায় ও শক্তি কুমার ঘোষের নির্দেশনায় এই নাটক এর মধ্যে দিয়ে বাস্তব সমাজের চিত্র প্রস্ফুটিত হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ঐতিহ্যবাহী খিলকদমতলা চান্দির লীলাহাটির মেলার শুভ সূচনা
এদিন ছয় দিন ব্যাপী চলা নাট্য উৎসবে ভিড় ছিল চোখে পড়ার মত।বহু সংখ্যক নাট্য প্রেমী মানুষ এদিন সন্ধ্যে হতেই কালীবাড়ির নজমু নাট্য নিকেতনে উপস্থিত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584