নিজস্ব সংবাদদাতা, খড়দহঃ
এই প্রথম খড়দহ নাট্য সমন্বয় মঞ্চের উদ্যোগে ও খড়দহ পুরসভার সহযোগিতায় খড়দহে নাট্য উৎসবের সূচনা হল খড়দহ রবীন্দ্রভবনে। এই উপলক্ষে সংস্কৃতির পীঠস্থান খড়দহের রবীন্দ্রভবনে জনসমাগম দেখা গেল ।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন, উদ্বোধক বিশিষ্ট নাট্যকার শ্রী চন্দন সেন, শ্রী কাজল সিনহা (পুর প্রশাসক, খড়দহ পুরসভা)। বিশেষ অতিথি ছিলেন শ্রী প্রবীর গুহ, শ্রী পরিমল ব্যানার্জী, শ্রী শ্যামল চ্যাটার্জী , প্রখ্যাত নাট্য পরিচালক প্রবীর গুহ প্রমুখ ৷ প্রবীর বাবু সর্বপ্রথম ধন্যবাদ জানালেন কাজল সিনহা কে, পুরসভার পক্ষ থেকে নাট্য দলগুলোর পৃষ্ঠপোষকতার জন্য।
নাট্যকার চন্দন সেন তার বক্তব্যে জানালেন, এইভাবে সর্বত্র নাট্য উৎসবের আয়োজন করা হলে, আগামী দিনে মানুষ নাটকের মাধ্যমে লোক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেন। সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কারিগর অভিজিৎ সেনগুপ্ত বলেন, পরপর তিনটে রবিবার অর্থাৎ ৬ ই ডিসেম্বর ১৩ ই ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর আর ও পাঁচটি নাটক থাকছে দর্শকদের উপহার স্বরূপ ৷
অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করে খড়দহ ভুল রাস্তা । সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় অমিত চক্রবর্তীর পরিচালনায় খড়দহ আইরির প্রযোজনায় প্রখ্যাত নাটক ‘শিকড়’, নাটকের প্রত্যেকটি চরিত্রের অসাধারণ অভিনয়ের মুন্সিয়ানায় মঞ্চ থেকে চোখ সরাতে পারেনি কোন দর্শক ।পর পর হাততালিতে উৎসবমুখর হয়ে উঠেছিল রবীন্দ্র ভবন। নাটকের মূল বিষয় ছিল একজন নারী তার বিবাহের আগে সমস্ত সত্ত্বা এমনকি নামটা পর্যন্ত হারিয়ে ফেলে বিবাহের পরবর্তী সময়ে ৷সংসারের চাপে তখন সে কারও বৌমা, কারও মা ,কারও বৌদি, আবার কারও সহধর্মিণী ।
আরও পড়ুনঃ নারী-পুরুষ কেউ নিরাপদ নয়- বার্তা ‘অদ্ভুত আঁধার এক’ নাটকের
নারী মনে করতে পারে না তার নিজের সত্ত্বা ৷ নারী বারবার ছুটে যেতে চায় তার সেই শৈশবে, খুঁজে পেতে চায় নিজেকে, কিন্তু সংসারের চাপে তার সমস্ত কিছুই চাপা পড়ে যায়, এমনকি তার প্রতিভাটাও । বর্তমান সময়ের একটা দারুণ ছবি ফুটে ওঠে এই নাটকের মধ্যে দিয়ে । অমিত চক্রবর্তীর শুধু সুন্দর পরিচালনা নয় তিনি নাটক এ বিশেষ চরিত্রে অভিনয় করেও দর্শকের মন জয় করলেন ৷
অমিত চক্রবর্তীর নাটকের প্রতি ভালোবাসা, যত্নশীলতা আগামী দিনে সাক্ষর হয়ে থাকবে । নন্দিনী চরিত্রে উদিতা গোস্বামী অসাধারণ অভিনয় করেছেন ৷ শিশুশিল্পী সায়ন্তন দাস শিশুশিল্পী হিসেবে খুব ভালো অভিনয় করেছে ৷ নাটকে আলো ও শব্দের প্রয়োগ নাটকটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে ৷ এককথায় নাটকটি যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে ।
আরও পড়ুনঃ একদিবসীয় নাট্যকর্মশালা
পরবর্তী নাটক ‘আমিতো সেই মেয়ে’ মঞ্চস্থ হয় ,রচনা প্রবীর গুহ, পরিচালনায় তপন দাস প্রযোজনা খড়দহ থিয়েটার জোন । ৬ ডিসেম্বর মঞ্চস্থ হয়েছে ‘স্বর্গ vs পৃথিবী’ ,’সদগতি’ । ১৩ ডিসেম্বর মঞ্চস্থ হয়েছে প্রথম নাটক ‘চেলাকাঠ’ এবং দ্বিতীয় নাটক ‘পাতাল দর্পণে’ ৷
২০ শে ডিসেম্বর মঞ্চস্থ হবে পূর্ণাঙ্গ নাটক ‘সারা রাত্রি’ রচনা বাদল সরকার ,পরিচালনায় দেবাশীষ সিনহা ,প্রযোজনা খারিজ থিয়েটার ।নাটক প্রিয় মানুষদের কাছে খড়দহের এই নাট্য উৎসব বেশ সাড়া ফেলেছে যে এই বিষয়ে কোন সন্দেহ নেই ৷ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রসেনজিৎ ঘটক ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584