নাটকে বক্তৃতায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার পথসভা মৌলালীতে

0
180

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

drama speech against communism moulali
পথসভা।নিজস্ব চিত্র

পিপল্’স্ ব্রিগেড এবং সি পি আই (এম এল)- রেডস্টারের যৌথ আহ্বানে গত ২১শে ডিসেম্বর,শুক্রবার, কলকাতার মৌলালী মোড়ে সাম্প্রদায়িক ও ধর্ম ভিত্তিক রাজনীতির বিরোধিতায় পথসভা অনুষ্ঠিত হয়।উভয় সংঠনের তরফ থেকেই সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার জন্য বিজেপি,তৃণমূল, কংগ্রেসসহ সমস্ত দক্ষিণপন্থী শক্তিগুলির বিরুদ্ধে সকল মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়।”ধর্মের নামে সেক্রেড গেম,
বিজেপি-তৃণমূল-কংগ্রেস শেম শেম” এই স্লোগানের সাথে ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের বার্তা দিয়েছেন পিপল্’স্ ব্রিগেডের কনভেনর বাসুদেব নাগ চৌধুরী। তিনি জোর গলায় বলেন,”পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকে প্রতিহত করতে হবে,তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ”। এ রাজ্যের বিচ্যুত কিছু তথাকথিত বামপন্থী নেতাদের কংগ্রেসের জয়ে উল্লাসিত হয়ে ওঠাকে তিনি ‘টিকটিকির কাটা ল্যাজের লাফালাফি’-র সাথে তুলনা করেছেন এবং সমস্ত দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক শক্তিগুলির বিরুদ্ধে সমস্ত বামদলকে এক হয়ে আন্দোলন ব্যাপকতর করে তোলার বার্তা দিয়েছেন।
পিপল্’স্ ব্রিগেডের পক্ষ থেকে স্বরাজ দাস বিশ্ব অর্থনীতি,ভারতবর্ষে নয়া উদারবাদের প্রবেশ- বিকাশ এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসে কংগ্রেস ও বিজেপির অবদানের কথা সকলের সামনে তুলে ধরেন। এছাড়াও, তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে বক্তব্য রাখেন কিংশুক চক্রবর্তী।
পিপল্’স্ ব্রিগেডের কালচারাল ইউনিটের পক্ষ থেকে “আদাব” নাটকটির একটি অংশ মঞ্চস্থ করা হয় এই পথসভায়।রেডস্টারের পক্ষ থেকে প্রদীপ সিং ঠাকুর সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।রবি পাল্লুর কেরলের সাবরিমালা মন্দিরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের সাম্প্রদায়িক অবস্থান সম্পর্কে সকলকে অবগত করেন।শঙ্কর দাস সাম্প্রদায়িকতা প্রতিরোধের উদ্দেশ্যে বিজেপি- কংগ্রেস-তৃণমূলের বিরুদ্ধে সকল বামশক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, “দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এই দেশের আত্মহত্যারত কৃষক, মজুরি না পাওয়া শ্রমিক এবং বেকারদের সংখ্যাগরিষ্ঠ পরিমাণও হিন্দু। তাই আজকের এই হিন্দুত্ববাদ আসলে হিন্দুদের রক্ষা করেনা, রক্ষা করে কেবল একটি বিশেষ শ্রেণীর স্বার্থকে”। প্রদীপ সিংহ ঠাকুর সমস্ত ভেদাভেদের রাজনীতি ভুলে কর্মসংস্থানের অধিকারের দাবীতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।আগামী ৮ই ও ৯ই জানুয়ারীর শ্রমিক ধর্মঘটকে সমর্থন করে তা সফল করার ডাক দেওয়া হয় এই দিনের সভামঞ্চ থেকে।

drama speech against communism moulali
নিজস্ব চিত্র

আরও পড়ুন: সমব্যথী চেক প্রদান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here