তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
গত শনিবার উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ছন্দম নাট্য সংস্থার উদ্যোগে নাটকের উৎকর্ষতা ও তার প্রসারের স্বার্থে চার দিনের একটি নাট্য কর্মশালার উদ্বোধন হয়।
নাট্যকর্মীদের নাটকের বিভিন্ন কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন সম্প্রতি ইতালি থেকে নাট্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ ঘোষ।
নাট্য প্রশিক্ষক সুরজিৎ ঘোষ বলেন,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শহর ও গ্রামে অনেক প্রতিভা আছে যাদের একটু হাতে কলমে আন্তরিকতার সাথে মাঝে মধ্যে প্রশিক্ষণ দিতে পারলে একদিন এদের মধ্যে থেকেই ভবিষ্যতের অভিনয় জগতের দিকপাল বেরিয়ে আসতে পারে।তাই আমরা যারা নাটকের সাথে যুক্ত আছি তাদেরও এব্যাপারে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনঃ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে নন্দিনী মহিলা নাট্য সংস্থার বিশেষ উপস্থাপনা
নাটকের সাথে যুক্ত ব্যক্তিত্বদের নিয়ে চার দিনের এই প্রশিক্ষণ শুরু হওয়ায় জেলার অধিকাংশ নাট্য ব্যক্তিত্বরা ছন্দমের এই বলিষ্ঠ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।তারা জানিয়েছেন এই প্রশিক্ষণের ফলে তরুণ নাট্য কর্মীরা উৎসাহিত হবে বলেই তাদের দৃঢ় বিশ্বাস।ছন্দমের এই নাট্য প্রশিক্ষণ চলবে আগামী১৪ই মে পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584