টানটান উত্তেজনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল ম্যাচ ড্র

0
78

নিউজ ডেস্কঃআক্রমণ, পাল্টা-আক্রমণ, গোল উৎসব, লাল কার্ড, হাতাহাতি, ধাক্কা-ধাক্কি, প্রাণবন্ত গ্যালারি- কী ছিল না স্প্যানিশ লা লিগার ধ্রুপদী লড়াইটাতে! দু’দলের ফুটবলারদের শরীরী ভাষায় ছিলো আগ্ৰাসনের বারুদ।

শিরোপা নিষ্পত্তি আগে হয়ে গেলেও স্পেনের সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উপহার দিল রোমাঞ্চকর এক ম্যাচ। দুবার এগিয়ে গিয়েও জিততে পারলো না বার্সেলোনা। তবে পুরো একটা হাফ, একজন কম নিয়ে খেলে রিয়ালের সঙ্গে ড্রও কম প্রাপ্তি নয়।

উত্তেজনা

লিওনেল মেসিকে আটকাতে গিয়ে দশ মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। সার্জি রবার্তোর ক্রসটা ফাঁকায় পেয়ে দারুণ এক ভলিতে রিয়ালের জাল কাঁপান লুইস সুয়ারেজ।

লালকার্ড বিতর্ক

পাঁচ মিনিটের ব্যবধানে রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করিম বেনজিমার মাথা ছোঁয়া বলটাকে বার্সার জালে পাঠান পর্তুগিজ তারকা।

ধস্তাধস্তি

প্রথম হাফের শেষ দিকে রিয়াল ডিফেন্ডার মার্সেলোকে কনুই দিয়ে আঘাত করার মাশুল দিতে হয় সার্জি রবার্তোকে লাল কার্ড দেখার মাধ্যমে।

দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলতে নামে বার্সা। ফায়দাটা নিতে পারেনি রিয়াল। উল্টে দশ জনের বার্সাই চেপে ধরে চিরপ্রতিদ্বন্দ্বীদের। ততক্ষণে গোড়ালির চোট নিয়ে রোনাল্ডোও মাঠের বাইরে।ম্যাচের ৫২ মিনিটে বার্সেলোনা দ্বিতীয়বার ম্যাচে দ্বিতীয় বার এগিয়ে যায় । সুয়ারেজের পাসে রিয়ালের দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে গোল করেন মেসি।

তখন ‘মেসি মেসি’ গর্জন তুললেও গ্যালারির বড় একটা অংশজুড়ে থাকলেন আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডারের এটাই যে ক্যারিয়ারের শেষ এল ম‍্যাচ! ৫৭ মিনিটে পাওলিনহোর জন্য ইনিয়েস্তা যখন মাঠ ছাড়েন তখন পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানাল।

বিদায় ইনিয়েস্তার

তারপর,৭২ মিনিটে ২-২ করেন গ্যারেথ বেল। উত্তেজনা পূর্ণ-ঘটনাবহুল ম‍্যাচ ড্র।

৫২তম মিনিটে দারুণ নৈপুণ্যে এগিয়ে দেওয়ার পাশাপাশি এক রেকর্ড গড়েন মেসি।লিগ ক্লাসিকোয় এই নিয়ে সপ্তম গোল পেলেন তিনি। অন্য সব খেলোয়াড়দের চেয়ে যা বেশি।

মেসিকে হলুদ কার্ড

অপরপক্ষে,রিয়াল মাদ্রিদের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন রোনাল্ডো।

লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে ১৪তম মিনিটে দলকে সমতায় ফেরানো গোলে মাইলফলকটি স্পর্শ করেন রোনাল্ডো।
এই নিয়ে কিংবদন্তি দি স্তেফানোকে স্পর্শ করলেন রোনাল্ডো।

(সংবাদচিত্র ও ফিচার ছবিঃ- সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here