নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শিল্প দেবতা বিশ্বকর্মার পুজোর দিনেই পশ্চিম মেদিনীপুরের সবং থানা পুলিশের মানবিক মুখ দেখলো এলাকাবাসী।
এদিন এলাকার প্রায় দেড়শো জন দুঃস্থ ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।এলাকার সার্বিক উন্নয়নে এবং জনসংযোগ গড়াতে বিভিন্ন রকম পদক্ষেপের আগেও নিয়েছে পুলিশ প্রশাসন।গত তিন বছর ধরে এই উপলক্ষ্যে তারা রক্তদান শিবির করে আসছেন।
আরও পড়ুনঃ শিরাকল ভেপকোয় বিশ্বকর্মা পূজার আয়োজন
আজ অর্থাৎ বুধবার তারই অঙ্গ হিসাবে প্রায় দেড়শো জন গরিব ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় ।পুলিশের এই মানবিকতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন সবং এলাকার বিধায়ক গীতা রানী ভুঁইয়া।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও ডেবরার সমীত অধিকারী,সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস,এলাকার বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মধ্যক্ষরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584