অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে, যার ফলে মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকায় মিটতে চলেছে পানীয় জলের সমস্যা। মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মিরপুর গ্রাম, যেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের একটা সমস্যা ছিল।
এবার মিরপুর গ্রামে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দফতরের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হল নল বাহিত জল প্রকল্প। মোট ১৩,৩৬,৮১৭ টাকায় গড়ে তোলা হল এই প্রকল্প। মহাসমারোহে আজ এই প্রকল্পের উদ্বোধন হয়।
আরও পড়ুনঃ শালবনি কোভিড হাসপাতাল পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্তেশ্বরের বিডিও বিপ্লব দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহামেদ সেখ, ব্লক সভাপতি আজিজুল শেখ সহ বিশিষ্ঠ ব্যক্তি বর্গ।
এদিকে এই জল প্রকল্পের শিলান্যাস হওয়ায় খুশি মিরপুর গ্রামের নাগরিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584