হরষিত সিংহ,মালদহঃ
নয়ানজুলি ট্রাক্টার উল্টে চাপা পড়ে মৃত্যু হল চালকের। বুধবার রাতে মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের কাঞ্চন নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দেহটি উদ্ধার করে। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ট্রাক্টার চালকের নাম নারায়ন বালা(২০)। বাড়ী হব্বিপুর থানার বৈদ্যপুর পঞ্চায়েতের পার্বতীডাঙা এলাকায়।
ট্রাক্টার নিয়ে গাজোলের কাঞ্চননগর বিলে চাষের কাজে যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন রাতে মাঠের কাজ শেষ করে ট্রাক্টরে তেল ভরার উদ্যেশ্যে মশালদিঘী এলাকায় আসছিল। সেই সময় চলছিল ছিপছিপে বৃষ্টি। মাটির রাস্তা ধরে যাওয়ার সময় গাড়িটি স্লিপ করে পাশের নয়ানজুলিতে পড়ে যায়।ঘটনায় ট্রাক্টারের নীচে চাপা পড়ে চালক। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে।
আশে পাশের মাটি খুড়ে চালককের দেহ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার হয় দেহটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584