পিয়ালী দাস,বীরভূমঃ
কালি পুজোর ঘট ভরতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত এক ঢাকি।শোকের ছায়া বীরভূমের সিউড়িরবিবেকানন্দ সংঘ ক্লাবে।মৃতের নাম নিমাই বাগদী(৫৫)।তিনি সিউড়ি থানার মাঝিগ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল রাত্রি সাড়ে ১১ টা নাগাদ সিউড়ির অরবিন্দ পল্লীর বিবেকানন্দ সংঘের কালীপুজোর ঘট ভরে পুনরায় ক্লাবে ফিরছিল এমন সময় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঘট ভরতে যাওয়া একজন ঢাকি কে ধাক্কা মারে। গুরুতর আহত হন নিমাই বাগদি (৫৫) নামে ওই ঢাকি।আজ ভোর রাতে তার মৃত্যু হয়।এরপর থেকে শোকের ছায়া নেমে আসে।ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ দুর্ঘটনার সময় কোন প্রকার পুলিশ ঘটনাস্থলে ছিল না এবং ঘাতক লরিটি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল সেই কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা । মৃত ব্যক্তির সহকর্মী দীননাথ বাগদী জানায়, কম আলো জ্বালিয়ে ট্রাকটি দ্রুত গতিতে আসছিল,আচমকা নিয়ন্ত্রন হারিয়ে নিমাই কে ধাক্কা মারে,রাস্তা থেকে পাশের জমিতে ছিটকে পরে নিমাই, কান ছিঁড়ে যায়, কোনরকমে সিউড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584