মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
ডিম রান্নায় আপত্তি স্ত্রীর। রাগ সামলাতে না পেরে নিজের তিন বছরের ছেলেকে আছড়ে ফেলে খুন করল মদ্যপ বাবা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের নাগলা গ্রামে। শনিবার রাতে ডিম রান্না করাকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। নাগলার বাসিন্দা সুভাষ বানজারা নিয়মিত মদ্যপানে করতেন।

ঘরে নিত্যদিনের অশান্তি লেগে থাকত। প্রতিদিন স্ত্রীয়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলাতেন তিনি। এদিনও তার অন্যথা হয়নি। সন্ধ্যা গড়াতেই মদ খাওয়া শুরু করে সুভাষ। এরপর আকণ্ঠ মদ্যপান করে রাতে বাড়ি ফিরে স্ত্রীকে ডিম রান্না করে দেওয়ার হুকুম দেন তিনি। কিন্তু তাতে রাজি হয়নি স্ত্রী। আর এতেই শুরু হয় অশান্তি।
আরও পড়ুনঃ লকডাউন শিথিল হতেই জার্মানিতে সংক্রমণের হারবৃদ্ধি
বাবা মায়ের অশান্তি দেখে কাঁদতে থাকে তাঁদের তিন বছরের সন্তান। প্রথমে রাগের বশে স্ত্রীকে আক্রমণ করে সুভাষ। ধাক্কা মেরে তাঁকে মাটিতে ফেলে দেয়। এই অশান্তির মধ্যে কান্নার আওয়াজ সহ্য হচ্ছিল না সুভাষের। এরপরই ক্রন্দনরত ছেলেকে মাটিতে ফেলে খুন করে সুভাষ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে ছেলে।
তৎক্ষণাৎ ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরই পলাতক সুভাষ বানজারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সুভাষের খোঁজে তল্লাশি শুরু করেছে খুরজা কোতওয়ালি থানার পুলিশ। অভিযুক্ত সুভাষের বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। এহেন মর্মান্তিক ঘটনা রীতিমতো শিউরে উঠেছে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584