নতুন বছরের গোড়াতেই সব রাজ্যে ভ্যাকসিনের ড্রাই রান শুরু

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশে করোনা ভ্যাকসিন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। নতুন বছরের গোড়াতেই সব রাজ্যে শুরু হবে ভ্যাকসিনের ড্রাই রান। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২ জানুয়ারি থেকে দেশের প্রতিটি রাজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই-রান শুরু করা হবে। বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Covid19 vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর পাশাপাশি যে জেলাগুলি দুর্গম বা প্রত্যন্ত এলাকায় অবস্থিত, সেখানেও এই ড্রাই রান চালানো হবে৷ প্রতিষেধক দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিকাঠামোগত দিক দিয়ে কতটা তৈরি, সেটা দেখে নেওয়াই ড্রাই রানের লক্ষ্য৷ ভারতে প্রাথমিক ভাবে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

আরও পড়ুনঃ লন্ডন ফেরত যুবকের সংস্পর্শে ৫৯০ জন, রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের

ইতিমধ্যেই মেডিক্যাল অফিসার, ভ্যাক্সিনেটর, সুপারভাইজার, ডেটা ম্যানেজার, আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে। আসাম, গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব এই চার রাজ্যে এই ভ্যাকসিনেশনের ড্রাই-রান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here