ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে ডিএসও’র মিছিল-পথসভা

0
65

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রেল,বীমা-ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে, নয়া শ্রম আইন সংশোধন বিল ও নয়া কৃষি বিল বাতিল এবং জাতীয় শিক্ষানীতি -২০২০ বাতিলসহ সাত দফা দাবিতে আগামী ২৬ শে নভেম্বর কেন্দ্রিয় শ্রমিক সংগঠনগুলির ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও।

DSO Rally | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার মেদিনীপুর শহরের কলেজমোড়, অশোকনগর, স্টেশন সংলগ্ন পুরোনো জল ট্যাঙ্ক সহ বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার, পথসভা করেন ডিএসও’র সমর্থকেরা। নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সুজিত জানা, তাপস জানা প্রমূখ।

আরও পড়ুনঃ তুফানগঞ্জে কলের জলে বিষ মেশানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সুজিত জানা বলেন-“শ্রমিকদের ডাকা ধর্মঘটে আমরা সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছি। আমরা মনে করি সমাজের শ্রমিক-কৃষকরা যদি বঞ্চিত হয়, নিঃশেষিত হয় তবে তার প্রভাব পড়বে ছাত্র সমাজের উপর। এই ধর্মঘট কোন বিচ্ছিন্ন কর্মসূচি নয়। তাই আমরা ছাত্র সমাজকে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই।”

আরও পড়ুনঃ হাওড়া-আজিমগঞ্জ শাখায় বন্ধ ট্রেন চলাচল, জিয়াগঞ্জে বিক্ষোভ তৃণমূলের

তিনি আরও বলেন যে, কংগ্রেস-বিজেপি কয়েনের এপিঠ-ওপিঠ ফলে অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে কংগ্রেসের হাত ছেড়ে যৌথ বামপন্থী ছাত্র আন্দোলন গড়ে তোলা এবং এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here