কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে মেদিনীপুরে মশাল মিছিল ডিএসও’র

0
40

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সারা দেশজুড়ে কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে সেই কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও সংহতি সপ্তাহের ডাক দিয়েছে ৩রা ডিসেম্বর থেকে ১০ ই ডিসেম্বর পর্যন্ত।

DSO Rally | newsfront.co
নিজস্ব চিত্র

এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মেদিনীপুর শহরে ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কৃষকদের পাশে থাকার সংহতি জানিয়ে মশাল মিছিলের আয়োজন করা হয়।

Masal Rally | newsfront.co
মশাল মিছিল। নিজস্ব চিত্র

বুধবার সন্ধ্যে ছ’টার সময় মেদিনীপুর শহরে বিপ্লবী বিমল দাশগুপ্ত মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে সারা মেদিনীপুর শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয়। সেখানেই কৃষি আইনের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি ব্লকে চলছে কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি

মশাল মিছিলের উদ্বোধন করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি বিশ্বরঞ্জন গিরি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তনুশ্রী বেজ,রনিতা পড়িয়া,সুজিত জানা প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here