ওয়েব সিরিজের অপরাধী তালিকায় ক্ষুদিরাম বসু, জি-৫ হেড অফিসের সামনে প্রতিবাদ

0
131

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শহীদ ক্ষুদিরাম বসুর ছবি দুষ্কৃতীদের তালিকায় রাখায় বিতর্কের মুখে পড়েছে “অভয় টু”।দাগি আসামীদের তলিকায় দেখা যাচ্ছে ক্ষুদিরাম বসুর ছবি জি ৫-র ওয়েব সিরিজে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরামের প্রতি এই ধরনের অবমাননাকর উপস্থাপনের বিরুদ্ধে ছাত্র সংগঠন ডিএসও আজ প্রতিবাদ পথ সভা করে জি-৫-এর হেড অফিসের সামনে।

protest | newsfront.co
সামসুল আলম, ডিএসও -র রাজ্য সভাপতি। নিজস্ব চিত্র

এদিনের পথ সভায় ডিএসও -র রাজ্য সভাপতি সামসুল আলম বলেন, “জি গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ বিজেপির রাজ্য সভার সাংসদ, এরা পরিকল্পিতভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে।”

আরও পড়ুনঃ সূচি মেনেই হবে জেইই-নিট, পরীক্ষা স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটির স্ক্রিনশট শেয়ার করা শুরু হলেই প্রতিবাদের ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে। শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে থাকে। এরই প্রতিবাদে পথে নামে একাধিক গণসংগঠন।
প্রসঙ্গত উল্লেখ্য এই খবর প্রথম জনগণের সামনে আনে নিউজফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here