নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন্ধকে উপেক্ষা করে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে পরিষেবা নিতে মানুষের ঢল নামলো ফালাকাটায়। মঙ্গলবার ফালাকাটা ১ নং গ্রাম পঞ্চায়েতের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত হয় ফালাকাটা গার্লস হাই স্কুলে। এখানে বন্ধের কোন প্রভাই লক্ষ করা গেল না।
জানা গিয়েছে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য সব রকমের ব্যবস্থাই করা হয়েছিল। ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “রাজনৈতিক দলের ধর্মঘটের কথা মাথায় রেখে এখানে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। দোকানপাট বন্ধ থাকতে পারে বলে ব্লক থেকে জেরক্স মেশিন বসানো হয়েছে যাতে সকলে সম্পূর্ণ বিনা পয়সায় এখান থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করে জমা দিতে পারে। জনগন পরিষেবা চায়, তাই পরিষেবা নিতে বন্ধ কে উপেক্ষা করে এসেছে তারা।”
আরও পড়ুনঃ ফালাকাটায় কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
এই বিষয়ে তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায় বলেন, “মমতা ব্যানার্জী পরিষেবা দেবার জন্য দুয়ারে দুয়ারে হাজির হয়েছে। আজও জনগণ রাজ্য সরকারের পরিষেবা নিতে সকলে এসেছে। জনগণ বন্ধ চায়না, চায় পরিষেবা। রাজ্য সরকার তার জন্য প্রস্তুত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584