পরিযায়ী শ্রমিকের করোনা মুক্তির বিল ১ কোটি ৫২ লাখ! পরে মুকুব করলো হাসপাতাল

0
188

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের প্রকোপে ভুগছে গোটা দেশ। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হওয়ার পর কিছুদিন হোম আইসোলেশনে থাকলেও অবস্থার অবনতি হলেই ভর্তি হতে হচ্ছে কোভিড হাসপাতালে। অনেকেই হাসপাতালের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।

patient | newsfront.co
প্রতীকী চিত্র

কেউ কেউ আবার খরচের ভয়ে হাসপাতালমুখোই হচ্ছেন না। এমতাবস্থায় করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের প্রতি মানবিক হয়ে উঠল হাসপাতাল। কোভিড-১৯ এর হাত থেকে মুক্তি পেতেই দুঃশ্চিন্তায় ডুবে গিয়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা রাজেশ লিঙ্গাইয়া ওডনালা।

করোনার সঙ্গে ৮০ দিনের লড়াইয়ের পর সে জানতে পারে তাঁর হাসপাতালের বিল ১ কোটি ৫২ লাখ টাকা। যা দেখে চোখ কপালে উঠেছিল তাঁর। কী করে মেটাবেন এত টাকা? সারা জীবনের রোজগারও যে এই খরচ মেটাতে পাড়বে না। এরপরই কিছু মানুষের হস্তক্ষেপে মুকুব হয়ে যায় হাসপাতালের মোটা অঙ্কের বিল।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত জেলবন্দী কবি ভারভারা রাও

৪২ বছরের রাজেশ দুবাইতে বিল্ডিং নির্মাণের কাজ করতেন। বাড়ি তেলঙ্গানার জাগটিয়াল জেলার গোল্লাপল্লী মণ্ডলের ভেণুগমাতলা গ্রামে। ২৩ শে এপ্রিল অসুস্থ হয়ে পড়ায় দুবাইয়ের এক হাসপাতালে তিনি ভর্তি হন। পরে করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়।

এরপর সেখানেই জানতে পারেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ৮০ দিন দুবাইয়ের ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা মুক্ত হওয়ার পর হাসপাতাল ছাড়ার আগে তাঁকে ধরিয়ে দেওয়া হয় ১ কোটি ৫২ লাখের বিল। সে সময় তিনি সেই টাকা পরিশোধ করার অবস্থায় ছিলেন না।

দুবাইয়ের গাল্ফ ওয়ার্কারস প্রোটেকশন সোসাইটির সভাপতি গুন্ডেলী নরসিংহ, যিনি চিকিৎসা চলাকালীন রাজেশের সংস্পর্শে ছিলেন এবং তারপরে বিষয়টি দুবাইতে ভারতের দূতাবাস জেনারেলের স্বেচ্ছাসেবক সুমথ রেড্ডির নজরে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ জন পুলিশকর্মী

সুমাথ রেড্ডি এবং বিএপিএস স্বামীনারায়ণ ট্রাস্টের আরেক স্বেচ্ছাসেবক অশোক কোটেকা দুবাইতে ভারতের দূতাবাস জেনারেলের অফিসের হরজিৎ সিংকে বিল কমানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এরপর হরজিৎ চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিল মুকুব করা ও মানবিক হতে অনুরোধ করেন। সেই চিঠির উত্তরে হাসপাতাল ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

অর্থাৎ, রাজেশের বিল মুকুব করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হাজার দশেক টাকা ও দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিটও তুলে দেওয়া হয় রাজেশের হাতে। বুধবার দুবাই থেকে নিজের দেশে ফিরে আসে রাজেশ। এখন চিকিৎসকের পরামর্শ মেনে তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here