ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
In Morena. MP, the local authorities have sealed the entire colony where a Dubai-returned man had organised a feast for 1,500 people in the honour of his dead mother. The person and 11 of his family members have tested #coronavirus positive.#COVID19
— Prasar Bharati News Services (@PBNS_India) April 4, 2020
মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ১৫০০ অতিথি আপ্যায়নকারী দুবাই ফেরত এক ব্যক্তি ও তার পরিবারের ১১ সদস্য করোনায় আক্রান্ত হলেন। ঘটনাস্থল মধ্যপ্রদেশের মোরেনা জেলা।
স্থানীয় প্রশাসন যে কলোনিতে অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল সেই গোটা এলাকা সিল করে দিয়েছে যাতে করে এই এলাকা করোনা আক্রান্তের হটস্পট হয়ে না দাঁড়ায়।
জানা গেছে ৪৫ বছর বয়সী সুরেশ নামক ওই ব্যক্তি দুবাইয়ের হোটেলে ওয়েটারের কাজ করতেন। সস্ত্রীক ১৭ই মার্চ তিনি বাড়ি ফেরেন এবং ২০ই মার্চ সেই অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫০০ মানুষ যোগদান করে খাওয়া-দাওয়া করেন।
"Madhya Pradesh Man Who Threw A Feast For 1,500 Tests Coronavirus+"#Morenahttps://t.co/EXNe0ox06k
— CuteyTwinkley🌟✨ (@CTwinkley) April 4, 2020
তারপরেই ওই ব্যক্তির দেহে করোনা আক্রান্তের উপসর্গ দেখা গেলে ২৫শে মার্চ তিনি হাসপাতালে যান। সস্ত্রীক তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বৃহস্পতিবার রিপোর্টে দেখা যায় তারা দুজনেই করোনা পজেটিভ।
তারপরই ঘনিষ্ঠ ২৩ জন আত্মীয়র করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্টে ১০ জনের করোনা পজিটিভের খবর পাওয়া গেছে।
মরেনা’র চিফ মেডিক্যাল অফিসার ডঃ আরসি বান্ডিল বলেন,, “আমরা ২ করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ২৩ জনের নমুনা পাঠিয়েছিলাম ।শুক্রবার সেই রিপোর্ট পেয়েছি। তাদের মধ্যে ১০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই ১০জনের মধ্যে ৮ জন মহিলা। এখন ওই মোট ১২ জনই হাসপাতলে কোয়ারেন্টাইনে আছেন । বাকি ১৪ জন যারা মরেনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে।”
সুরেশকে দুবাইয়েই পরীক্ষা করা হয় কিন্তু কোন করোনার উপসর্গ ছিলনা। সে জানায় মরেনা আসার দুদিন আগেই তার স্ত্রী কিন্তু অসুস্থ ছিলেন।
এখনো পর্যন্ত ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪৭ । মৃত্যু হয়েছে ৬২ জনের। অপরপক্ষে মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫৪তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584