রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
কাটোয়া ২নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতা জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় জগদানন্দপুর পঞ্চায়েতের নওদাপাড়া ও পরশুরাম গ্রামের এলাকার ১২৩ জন উপভোক্তাদের প্রত্যেককে ১০ টি করে মোট ১২৩০ টি উন্নত মানের খাকী ক্যাম্পবেল হাঁস প্রদান করা হলো সোমবার। এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে হাঁস পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। হাঁস গুলির স্বাস্থ্য সুরক্ষায় থাকার জন্যে প্রত্যেক উপভোক্তাদের বিভিন্ন প্রকারের ওষুধ প্রদান করা হয়। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগদানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীন পাল, প্রাণী চিকিৎসক ডাঃ প্রশান্ত পাল সহ প্রমুখ।এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপভোক্তারা।
আরও পড়ুন: তৃণমূল সোস্যাল মিডিয়া সেলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584