পিয়ালী দাস,বীরভূমঃ
২০১৯ সালে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত কোন এক জায়গায় এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করেছেন দুধকুমার মন্ডল।এমন অভিযোগেই ১০৭ ধারায় দুধকুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে রাজনগর থানার পুলিশ।গত তিনদিন আগে দুধ কুমারের বাড়িতে একটি আইনি নোটিশ যায় আদালতে হাজিরা দেওয়ার জন্য। আইনি নোটিশ কে সম্মান জানিয়ে আজ সিউড়ি আদালতে উপস্থিত হলেন দুধকুমার মন্ডল। কিছুক্ষণ পর এই মামলায় শুনানি আছে সিউড়ি আদালতে।
আদালত চত্বর থেকে বেরোনোর সময় দুধ কুমার মন্ডল সংবাদ মাধ্যমের সামনে জানান বর্তমান শাসক দলের মদতে পুলিশ ইচ্ছা করে মিথ্যা মামলায় জড়াচ্ছে তাদের।যাতে নির্বাচনের কোনো কাজে তিনি অংশগ্রহণ করতে না পারেন সে কারণেই তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ ভোট মার্জিন বাড়াতে মরিয়া শতাব্দী, অন্যদিকে অনুব্রত দুধকুমারের দৈরথ
আদালত থেকে বেরিয়ে জেলাশাসকের দপ্তরে হাজির হন বীরভূম লোকসভা বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল।জেলা শাসক মৌমিতা গদারা বাসুকে বিভিন্ন গোপনীয় ব্যাপারে অভিযোগ জানান তিনি।যদিও কি অভিযোগ জানিয়েছেন তিনি সংবাদমাধ্যমের সামনে বলতে রাজি হননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584