নিজস্ব সংবাদদাতা,ইসলামপুরঃ
স্বামী স্ত্রীর বিবাদ থামাতে এসে আহত স্ত্রী সহ একই পরিবারের সাত সদস্য। পরে গনধোলাই স্বামী ইমতিয়াজকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোঁতা গ্রামে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং ইমতিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে বিবাদ বাধে স্বামী ইমতিয়াজের। উত্তেজিত হয়ে স্ত্রীর হাতে ধারালো অস্ত্রের কোপ মারে ইমতিয়াজ। স্ত্রীর চিৎকার শুনে পরিবারের লোকেরা আটকাতে আসলে তাদেরকেও ধারালো অস্ত্রের আঘাত করে মদ্যপ ইমতিয়াজ। স্বামী-স্ত্রীর বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে ইসলামপুর থানার পন্ডিতপোঁতা গ্রামে। এরপর ইমতিয়াজকে ধরে ফেলে গনধোলাই দেয় পরিবারের অন্যান্য সদস্যসহ স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দারা ইমতিয়াজসহ পরিবারের জখম সদস্যদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ইমতিয়াজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584