হরষিত সিং, মালদহঃ
মোবাইলে প্রেমিকার সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক যুবক।সোমবার রাতে মালদহের গাজোল থানার রানিগঞ্জ পঞ্চায়েতের হাতিন্দা গ্রামে ঘটনাটি ঘটেছে।মালদহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম মিঠুন সরকার(২৫)। বাড়ি গাজোল থানার হাতিন্দা গ্রামে।বাবা ফণিভূষণ সরকার। তারা তিন ভাই।মিঠুন সরকার পেশায় ইলেক্ট্রীক মিস্ত্রির কাজ করত।

পরিবার সূত্রে জানা গিয়েছে মিঠুন পাশের গ্রামের এক যুবতির সঙ্গে প্রেম সম্পর্ক হয়।দীর্ঘদিন ধরে তারা দুই জন প্রেম করছিল। নিয়মিত তারা ফোনে নিজেদের মধ্যে কথা বলত। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যাতেও ফোনে কথা বলে মিঠুন।তারপর রাতে বাড়িতে মজুত রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় হাতিমারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা রাতেই তাকে মালদহ মেডিকেলে পাঠায়।

সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।পরিবারের লোকেদের দাবি,তার প্রেমিকা বিয়ে করতে অস্বীকার করায় আত্মঘাতি হয় মিঠুন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584