বিশিষ্টজনের উপস্থিতিতে জমজমাট দমদম উৎসব

0
251

মোহনা বিশ্বাস, দমদমঃ

শুরুতেই উৎসবের ডালি নিয়ে হাজির ২০২০। ২ জানুয়ারি থেকে শুরু হল দমদম উৎসব। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বিকালে এই উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার তথা মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সৌগত রায়।

dumdum utsav 2020 | newsfront.co
উৎসবের শুভ উদবোধন। নিজস্ব চিত্র

এছাড়াও এ দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পৌরপ্রধান হরেন্দ্র সিং, উপ-পৌরপ্রধান বরুণ নট্ট-সহ অন্যান্যরা।

প্রত্যেকদিন এই উৎসব জুড়ে থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের প্রথম দিনে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘সুরজিৎ ও বন্ধুরা’-র গানের অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠেছিল দমদম উৎসব। ‘সুরজিৎ ও বন্ধুরা’-র প্রাণপুরুষ সুরজিৎ চ্যাটার্জীর বাঁশির সুর জয় করে নিয়েছিল দর্শকের মন।

dumdum utsav 2020 | newsfront.co
সৌগত রায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক। নিজস্ব চিত্র

এছাড়াও এই উৎসবে বাচ্চাদের জন্য খেলনা, মহিলাদের কানের দুল থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। একটি পুষ্প প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এই উৎসবে। রয়েছে হরেক রকমের ফুল।

আরও পড়ুনঃ পারসি মহিলা খুন! আসছে ‘শকুনের লোভ’

Surojit Chatterjee | newsfront.co
সুরজিৎ। নিজস্ব চিত্র

২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগীতা চলবে। দমদম উৎসবে ৩ ও ৪ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগীতারও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৬ জানুয়ারি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে এই উৎসবে।

Surojit Chatterjee | newsfront.co
সুরজিৎ ও বন্ধুরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি নিয়ে আসছে ‘ছবিয়াল’

দমদম উৎসবে ৩ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করেন সুকান্ত অভিজিৎ ও পৌষালি ব্যানার্জী। ৪ জানুয়ারি নৃত্যানুষ্ঠান পরিবেশনায় থাকবে সৃঞ্জন (কোহিনুর সেন বরাট সৃঞ্জন ও সম্প্রদায়)। ৫ জানুয়ারি সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকবেন কার্তিক দাস বাউল।

৬ জানুয়ারি সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকবেন সাগ্নিক সেন। ৭ জানুয়ারি সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকবেন মল্লার ও অন্বেষা দত্তগুপ্ত(মুম্বই)। ৮ জানুয়ারি সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকবেন ইমন চক্রবর্তী ও কে.কে.(মুম্বই) এবং ৯ জানুয়ারি সঙ্গীতানুষ্ঠান পরিবেশ করবেন শুভমিতা ও শান(মুম্বই)।

বিভিন্ন নামকরা খাবারের স্টলে ভরে উঠেছে এই উৎসব। সব মিলিয়ে প্রথম দিনেই বহু মানুষের নজরকাড়া ভিড়ে জমে উঠেছিল উৎসব প্রাঙ্গন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here