নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গোটা বিশ্ব করোনা জ্বরে আতঙ্কিত। এমতাবস্থায় দেশ ও রাজ্যে চলছে লকডাউন। এই লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব, সংস্থা ও জনপ্রতিনিধিরা। এই লকডাউনের মাঝেই পালিত হবে ইদ। একে লকডাউন, মানুষের হাতে পয়সা নেই। এমতাবস্থায় ইদ -উল -ফিতর। ফলে এই পবিত্র ইদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কি খাবে তার ঠিক নেই, তার উপর ইদ মানেই নতুন কিছু জামা কাপড় কেনার পালা।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়ে র্যালি পুলিশ-ব্যবসায়ীদের
তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা চিন্তা করে আজ ডোমকল পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হলো। এদিন প্রায় ৯৫০জন পরিবারকে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল ও চিনি তুলে দেওয়া হল। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, ডোমকল পুরসভার চেয়ারম্যান জফিকুল ইসলাম, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডল সহ কাউন্সিলর রফিকুল ইসলাম ও দলীয় নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584