নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ডালখোলা পুরএলাকা নকল মদ তৈরির আঁতুড় ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন খোদ তৃণমূল কংগ্রেস নেতা। ডালখোলা পুর এলাকার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডেই নকল মদ তৈরি হয় বলে অভিযোগ। স্পিরিট আমদানি, নামী মদের কোম্পানির হলোগ্রাম, স্টিকার তৈরি ও ভিনরাজ্যে পাচার-পুরো কমর্কাণ্ড পরিচালনা করে একটি চক্র। ওই চক্রের সদস্যরা আবার বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছেন বলে অভিযোগ।
ওই চক্রের সদস্যরা আসল মদের বোতলে লেবেল ও স্টিকার লাগিয়ে বাজারে চালান করছে। ডালখোলায় নকল মদের রমরমা রুখতে পুলিশ ও আবগারি দফতর ব্যর্থ বলে দাবি করেছেন ডালখোলা পুরসভার যুগ্ম প্রশাসক। ডালখোলায় নকল মদের রমরমার কথা স্বীকার করে নিয়ে পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান তথা পুরসভার যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী বলেন, “ডালখোলার চারটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি ওয়ার্ডগুলিতে নকল মদ তৈরি হয়। বিষয়টি পুলিশ ও আবগারি দফতরকে একাধিকবার জানিয়েছি।
আরও পড়ুনঃ সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগে ধৃত দুই ছেলে
কিন্তু কেউ কর্ণপাত করেনি।” যদিও জেলার আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্ট গৌতম পাকরিন জানিয়েছেন,নকল ও ভেজাল মদের কারবার রুখতে তারা নিয়মিত অভিযান চালান। তিনি নিজে এই জেলায় নতুন কাজে যোগ দিয়েছেন।
বিভাগীয় কোনও গাফিলতি থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, বলে তিনি জানান। জানা গিয়েছে, পুর এলাকার ফরসরা, ভূষামণি, কুয়েতপাড়া, দীপচর, উত্তরপাড়া, লেহেশড়া, মান্নাটিুল, পিডব্লিউডি কলোনি, লোকনাথপাড়া, উত্তর ডালখোলা, দৌলতপুর প্রভৃতি এলাকার গোপন ডেরায় নকল মদ তৈরি হয়। মূলত হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে স্পিরিট ঢোকে ডালখোলায়। দৌলতপুর ও ভূষামণি এলাকায় ট্যাংকার থেকে ওই স্পিরিট বড় ড্রামে করে মদ তৈরির কারখানায় পৌঁছে যায় হাতবদল হয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584