নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরাঃ
এজেন্সির কাছ থেকে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া ভলেন্টিয়াররা বাড়িতে পৌঁছে দেয় গ্যাসের সিলিন্ডার। যেখানে এজেন্সিতে দাম ৮৯৫ টাকা, ভলেন্টিয়াররা সেখানে ১০০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করেন।
সাত দিনের মাথায় রান্না করতে গিয়ে সেই গ্যাস সিলেন্ডার টি সকলকেই তাক লাগিয়ে দেয়। গ্যাস তো আসা দূরের কথা সেখান থেকে বেড় হচ্ছে জল। এজেন্সির কাছের থেকে সাক্ষাৎ নিলে তিনি বলেন একটি ফর্ম আছে তা ফিলাপ করে জমা দেওয়ার জন্য।
ওই মালিক পক্ষ স্বীকার করেন এ ধরণের আরও চার থেকে পাঁচ টি ঘটনা হয়েছে স্থানীয় মাছমারায়। শুধু তাই নয় কিছুদিন আগে কাঞ্চনপুরের শিবনগর,মাকুমছড়া লালজুরী ঐ সব এলাকা তেও ভলেন্টিয়াররা কাঞ্চনপুর শিবানী গ্যাস এজেন্সি থেকে ৮৯৫ টাকা দিয়ে ক্রয় করা গ্যাস, গ্রামে গিয়ে ১০০০ টাকায় বিক্রি চালাচ্ছেন বলে জানা যায় গোপন সূত্রে।
আরও পড়ুনঃ মদ খেতে বাধা দেওয়ায় আত্মহত্যা মালদহে
সরকার কোভিড -১৯ আতংকে লগডাউনের সময় গরীবদেরকে সাহায্য করায় কিছু কিছু লোক মাঝপথে মুনাফা লুটছে। আর তাতেই গরিব লোকেদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে সরকার পক্ষ থেকে নজর রাখলে খুবই উপকৃত হবেন বলেও জানাচ্ছেন গ্রাহকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584