ঐতিহ্যবাহী জটেশ্বরের শিকদার বাড়ির দুর্গা পূজা

0
183

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

durga puja in jatasher | newsfront.co
নিজস্ব চিত্র

পুরোনো রীতি মেনেই পূজা হয় ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়িতে।পূজার কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও।

এই পূজায় কোন জাকজমক আলো প্যান্ডেল না থাকলেও এলাকার প্রচুর মানুষ ভিড় জমান শিকদার বাড়ির পূজায়।পরিবারের সদস্যদের কাছের থেকে জানা গেছে,বাংলাদেশ শিকদার বাড়িতে প্ৰথম এই পূজা শুরু হয়।তার পর থেকে প্রাচীন রীতি মেনে পূজা শুরু করেন পরেশ,নরেশ ও ভবেশ শিকদার।এখনো পুজো করে আসছে শিকদার পরিবারের সদস্যরা।

family member | newsfront.co
রঞ্জিত শিকদার,পরিবারের সদস্য।নিজস্ব চিত্র

বর্তমানে এই পূজার আনুমানিক দুশো বছরের পুরনো পূজা।প্ৰথম দিকে এই পূজায় মহিষ বলি দেওয়া হত।কিন্তু পরবর্তীতে উত্তরসূরিরা পূজায় বলি পছন্দ না করায় বন্ধ হয়ে যায় মহিষ বলি।

আরও পড়ুনঃ রায়গঞ্জের সেন বাড়ির দুর্গাপুজোয় ব্রাত্য মহিলারা

পুরোনো ঢাল-তরোয়াল।নিজস্ব চিত্র

পরিবারের রঞ্জিত শিকদার জানান, “পুরোনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পূজা করা হয়।আমাদের বাড়ির পূজার প্রতিমা প্রায় ৪/৫ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় ,কাঁধে করেই দশমীতে বিসর্জন ও দেওয়া হয়।এলাকার প্রায় তিন চারশো লোকজন এই প্রতিমা আনার দিন সামিল হয়।

রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষা কালি পূজা করা হয়।” এই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরোনো ঢাল ও তরোয়াল পূজা মন্ডপে প্রতিবছরই রাখা হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here