৯৮ এ পা দিল অলিপুরদুয়ারের বাবুপাড়া ক্লাবের দুর্গা পুজো

0
165

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

durga puja of alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম পূজা হলো বাবুপাড়া ক্লাবের দুর্গা পুজো। অনেক বার জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছে বাবুপাড়ার ক্লাবের দূর্গা পূজা।

durga puja of alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

এবার বাবুপাড়া ক্লাবের দুর্গা পুজো ৯৮ তম পুজো। পুজোর বাজেট আনুমানিক আট লক্ষ টাকার মতো।আলোকসজ্জা রয়েছে স্থানীয় শিল্পীরা। মণ্ডপসজ্জা জন্য এসেছেন পূর্ব বর্ধমানের শিল্পীরা ।

অভিষেক কর্মকার।নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমানের শিল্পী শ্যামল শীল জানান,”আমাদের সমগ্র প্যান্ডেলটি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে।যেমন বাস,খর, কাপড় ইত্যাদি এমন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে।আশা করি এই প্যান্ডেল দর্শকের ভালো লাগবে।”

শ্যামল শীল,মণ্ডপ শিল্পী।নিজস্ব চিত্র

বাবুপাড়া দুর্গা উৎসব কমিটির সম্পাদক অভিষেক কর্মকার জানান,”এবারের আমাদের পুজো ৯৮ তম।এ বছরে আমাদের বাজেট ‘আট লক্ষ’ টাকা।

আরও পড়ুনঃ আড়ম্বর না থাকলেও আজও পুজোয় আছে আন্তরিকতা

নিজস্ব চিত্র

আমাদের থিম ‘গুঞ্জনে উড়েছে যে ভ্রমর, সুর তোলে ওই উড়ে উড়ে’।”অন্যবারের মত এবারেও পুজো মণ্ডপ থেকে প্রতিমা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশা কর্তৃপক্ষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here