নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার সংকেত ও ছাত্র সংঘ আয়োজিত ৪৮তম শারদ উৎসব এক আড়ম্বরহীন ভাবগম্ভীর আবহে উদ্বোধন হল আজ তৃতীয়ার দিন।
করোনার করাল গ্রাসে এলাকার চিরতরে হারিয়ে যাওয়া মৃত দশটি পরিবারের শোকাহত সদস্যরা অশ্রুসিক্ত নয়নে ও ভারাক্রান্ত হৃদয়ে মঙ্গলদীপ জালিয়ে এবারে এই পুজোর সূচনা করলেন।
উপস্থিত ছিলেন করোনায় সদ্যমৃত যুবকের মা রুবী পাত্র, পিতাহারা সোমনাথ বোস, স্বামীহারা মালতি ভৌমিক, মীরা মাজী, প্রতিমা মন্ডল’রা। এছাড়াও এদিন এসেছিলেন পথ দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালক রাজু মন্ডলের বোন ও নিহত কোভিড পেসেন্ট প্রদীপ সাঁতরার স্ত্রী শিবানী দেবী। এই পরিবারগুলির পাশে থাকার ও সবরকম সহায়তার বার্তা দিতেই এই উদ্যোগ বলে আয়োজকরা জানান।
আরও পড়ুনঃ অনাড়ম্বর ভাবে পূজিত হবে ঐতিহ্যবাহী পানিগ্রাহী পরিবারের পট-দেবী
এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল ও ব্লকস্তরের বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ-প্রশাসন,পাঁশকুড়া বড়মা ও চন্ডিপুর করোনা হাসপাতালের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও হাজির ছিলেন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নার্স সহ প্রায় কুড়িজন স্বাস্থ্যকর্মী।
এনাদের সবাইকেই করোনা যোদ্ধার সৈনিক সম্মানে ফুল-মিষ্টান্ন-চন্দন তিলক -উত্তরীয় ও সুদৃশ্য স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আক্রান্ত করোনা জয়ী প্রায় পঞ্চাশজন বয়স্ক মানুষদেরও এদিন সম্বর্ধিত করা হয়।
আরও পড়ুনঃ কোচবিহার রাজবাড়ি হাউজিংয়ে পুজোর সূচনা
আয়োজকদের পক্ষে রবীন্দ্রনাথ দাস জানান “আমরা গত প্রায় সাতমাস ধরেই সীমিত সামর্থের মধ্যেই করোনা ও আমপান কবলিত অসহায়দের জন্য বিরামহীনভাবে ব্যাপক কর্মসূচি রুপায়ন করে চলেছি।
এই মহামারীকালে আমাদের শারদ উৎসব বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে করোনা প্রতিরোধ সচেতনতার জন্য উৎসর্গ করেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584