রথের দিন পারিবারিক ঐতিহ্য মেনে হল দুর্গাপুজো

0
288

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

রথের রশিতে টান পড়ার দিনই পরিবারিক ঐতিহ্য মেনে ছোট আকারে মা দুর্গার পুজো হয়ে গেল বালুরঘাটের আনন্দবাগান পাড়ার সিংহ বাড়িতে। প্রায় দশ বছর আগে মা কাজলী সিংহের সাথে রথের মেলায় ঘুরতে গিয়ে আনন্দবাগান পাড়ার বাসিন্দা দুলাল সিংহ একটি ছোট্ট দুর্গা মূর্তি দেখতে পান। তাতে আকৃষ্ট হয়ে মূর্তিটি কিনে আবার নিজেদের বাড়িতে ফিরে আসেন। মূর্তিটি কিনে ঠাকুর ঘরে স্থান দিয়েছিলেন দুলালবাবু।

Durga pujo | newsfront.co
নিজস্ব চিত্র

তখনও পুজোর ব্যাপারে কিছুই ভাবেন নি তিনি। পুজোর ব্যাপারে মন স্থির করলেন এক বছর পুজো শুরুর পঞ্চমীর দিন। অন্য দিনের মত প্রাথমিক স্কুলের শিক্ষকতা সেরে সামনে পুজোর ছুটির কথা ভেবে মনের আনন্দে গাড়িতে চেপে কুশমুন্ডির কর্মস্থল থেকে বালুরঘাটে ফিরছিলেন দুলাল বাবু। তখন রাস্তার এক পাশে এক কুমোরটুলিতে লক্ষী সরস্বতী প্রতিমা দেখে রথের মেলা থেকে কিনে আনা দুর্গা মুর্তিটির ছবি ভেসে ওঠে তার চোখের সামনে৷ ভেসে ওঠে বিহারের তাদের আদিনিবাসের পারিবারিক দুর্গা পুজোর অনুষ্ঠানের ছবি।

Durga maa | newsfront.co
নিজস্ব চিত্র

আর তারপর যেন কেমন জেদ চেপে যায় দুর্গা পুজো করবার। এক রাতের মধ্যে কি ভাবে যে পুজোর জিনিস পত্র জোগাড় হবে আর কি ভাবেই বা পুরহিত পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল পরিবারের লোকেরা। তার উপর শুধু পুজো করব বললেই তো হবে না, দুর্গা মায়ের পাশাপাশি বাকি পুত্র কন্যা গনেশ লক্ষী সরস্বতী কার্তিক এদেরও তো লাগবে।

আরও পড়ুনঃ হেমতাবাদে গড়াল রথের চাকা

কিন্তু কথায় আছে যিনি পুজো নেবেন বলে ঠিক করেন তিনিই সব জোগাড় করে নেন।হলোও তাই। একরাতের মধ্যেই সব জোগাড় যন্ত্র শেষ। ষষ্ঠীর সকাল থেকেই সিংহ বাড়িতে ঢাক কাশির আওয়াজে পাড়াপড়শিরা জানতে পারল মা দুর্গা পুজোর আবাহন। সেই শুরু। যা এই দশ বছরেও পাল্টায়নি। সেই রথের রশিতে টান পড়ার দিন বাড়িতে সেজে গুজে ছোট আকারেই পুজো নিতে আসেন মা দুর্গা তার পুত্র কন্যাদের নিয়ে।

তারপর থেকে টানা আশ্বিন মাস অবধি অপেক্ষা। তারপর পুজোর রীতি মেনে চারদিন মায়ের পুজো। কিন্তু দশমীর দিন তাদের পারিবারিক পুজোর রেওয়াজ ও রীতি মেনে বাড়ির ছেলেরা মাদুর্গার চরণে নিজেদের শরীরের থেকে রক্ত বিন্দু দিয়ে মাকে প্রনাম জানিয়ে বিসর্জন দিতে যান।যদিও এবার পুজো কার্তিক মাসের পাচ তারিখে ও ইংরেজীর অক্টোবরের ২২ তারিখে। দীর্ঘ এই সাড়ে চার মাস মা দুর্গা তার সন্তানদের নিয়ে সিংহ বাড়ির ঠাকুর ঘরেই মুখ ঢেকে বসে রইবেন তার পুজোর দিন গুলোর জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here