শহরে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ অনলাইনেই

0
75

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আবহে এবার শহরে অনলাইনের মাধ্যমেই দেওয়া হবে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ। টানা ন’দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রধান উদ্যোক্তা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী শুক্রবার এ কথা জানান।

Maa Durga | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ওই প্রশিক্ষণ। চলবে সন্ধ্যে সাড়ে ছ’টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯৮৯ সালে উত্তর কলকাতার কুমোরটুলির কাছে স্বয়ং রামকৃষ্ণদেবের কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির বৈঠকখানায় শুরু হয়েছিল প্রথম দুর্গাপুজো বিষয়ক এই প্রশিক্ষণ শিবির।

আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স এবার মিলবে অনলাইনেই! করোনা পরিস্থিতিতে ঘোষণা পুরসভার

পরে বিভিন্ন ঠাকুর দালানে চলে এই প্রশিক্ষণ। যে দালানে মায়ের মুর্তি তৈরি হয়ে থাকে, একমাত্র সেখানেই মাকে সাক্ষী রেখে চলে এই প্রশিক্ষণ। প্রথম থেকেই সেই একই রীতি চলে আসছে।

সংস্থার অধ্যক্ষ জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ৩০ বছর পর প্রথম এই নয়া ব্যবস্থা চালু হল। এবার শহরে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ হবে অনলাইনেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here