অনুশীলনের খরচ জোগাতে বিএমডাব্লু বিক্রির বিজ্ঞাপন অ্যাথলিট দ্যুতি চাঁদের

0
78

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

লকডাউন হওয়াতে দেশে চাকরি গিয়েছে লক্ষ লক্ষ মানুষের, তাঁদের খবর যেমন সরকার রাখেনি তেমনি রাখেননি দেশের ক্রীড়াবিদদেরও খবর। একদিকে মোহনবাগান প্লেয়ার যখন সবজি বেঁচে জীবনে চালাচ্ছেন। অপরদিকে আর একটা লজ্জার ছবি সামনে এল গোটা দেশের জন্য। এশিয়ান গেমসে ভারতকে জোড়া পদক দেওয়া দ্যুতি চাঁদ ওড়িশা সরকার থেকে পাওয়া তিন কোটি টাকায় যে বিএমডাব্লু গাড়ি কেনেন সেটা বিক্রির বিজ্ঞাপন দিলেন। পরে সেই পোস্ট মুছলেও বাড়ছে জল্পনা।

Dutee Chand | newsfront.co
সংবাদ চিত্র

দ্যুতি বলেছেন, “প্যানডেমিকের মধ্যে কোনও স্পনসর টাকা ঢালতে রাজি নয়। এখন আমার অর্থের প্রয়োজন ৷ টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি ৷ তার ট্রেনিং ও ডায়েটের খরচ জোগানোর জন্য গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিই ৷”

আরও পড়ুনঃ লেগ বিফোর নিয়ম পরিবর্তন হোক চান সচিন

তবে ওই পোস্ট করার পর কমেন্ট বক্সে তাঁকে সরকারের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় নেটিজেনরা৷ তারপরই পোস্টটি ডিলিট করে দেন তিনি। দেশের এই তারকা অ্যাথলিট বলেছেন, “সরকারও এখন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ৷”

আরও পড়ুনঃ সৌরভ দলে আগ্রাসন এনেছে মানতে চান না গাভাসকার

টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকারের তরফে দ্যুতি চাঁদকে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ কোচ, ফিজিও, ডায়াটেশিয়ানের বেতন সহ ডায়েট মিলিয়ে পুরো টাকাটাই খরচ করে ফেলেছেন তিনি। আসলে লকডাউনে কোনো স্পনসর পাবেন না। তাছাড়া এত দামি গাড়ি রক্ষনা বেক্ষন করাও সমস্যা তাই তিনি এই গাড়ি বিক্রি করতে চান বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here