শিবশঙ্কর চ্যাটারর্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ডিওয়াইএফআই-এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ডিওয়াইএফআই ও এসএফআই -এর যৌথ উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে বিলি করা হল সবজি। মঙ্গলবার এই সবজি বিলির আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর চৌপথী এলাকায় অবস্থিত এসএফআই -এর দলীয় কার্যালয়ের সামনে।

এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যদিয়ে পালন করা হয় ডিওয়াইএফআই-এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই গঙ্গারামপুর লোকাল কমিটির সভাপতি পাপন সরকার, গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনাতন বর্মন, এসএফআই গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির সভাপতি সহরপ সরকার,কলেজ ইউনিটের সম্পাদক সম্রাট সন্ন্যাসী,লতিকা রহমান সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ ভার্চ্যুয়াল জনসভায় যোগ বিজেপি নেতা কর্মীদের
এদিনের সবজি বিলি অনুষ্ঠান থেকে ১৫০টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হরেক রকমের সবজি। প্রসঙ্গত আজ ৯ই জুন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই -র ৫৩ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এই দিনটিকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে পালন করে থাকে সংগঠনের দলীয় কর্মীরা।
কিন্তু এবারে করোনা মোকাবিলায় চলছে লকডাউন।সেই কথা মাথায় রেখে এবারে ৫৩ তম প্রতিষ্ঠা দিবসে দুঃস্থ মানুষের মধ্যে সবজি বিলির আয়োজন করা হল ডিওয়াইএফআই ও এসএফআই এর যৌথ উদ্যোগে। সেই মত মঙ্গলবার গঙ্গারামপুর চৌপথীতে একটি কর্মসূচির মধ্যে দিয়ে ১৫০ জন দুঃস্থ মানুষকে বিলি করা হয় সবজি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584