যুব তৃণমূলের বিরুদ্ধে নাম নকলের অভিযোগ ডিওয়াইএফআই-র

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ থেকে ৫৩ বছর আগে ডিওয়াইএফআই একটা পত্রিকা প্রকাশিত করেছিল। সেই পত্রিকার নাম ‘যুবশক্তি’। আর বছর গড়ালে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে করোনা আবহেই নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল কংগ্রেস। নাম, বাংলার যুবশক্তি। যুব তৃণমূল সূত্রে খবর, করোনা-আবহে সব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা, সবাই তার সুবিধা পাচ্ছে কিনা, তার খোঁজ নেওয়া হবে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে।

Yuva Sakti | newsfront.co
কোলাজ চিত্র

মঙ্গলবার যুব তৃণমূলের কংগ্রেসের তরফে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি সাংগঠনিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যুব তৃণমূলের রাজ্য এবং জেলা স্তরের অন্য নেতারাও ছিলেন বৈঠকে।

আর এই নামকরণ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ২০২১ বিধানসভা নির্বাচনে দলের যুব বাহিনীকে আরও সক্রিয় করার জন্য নতুন এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যায়, এই কর্মসূচিতে ১ লক্ষ ২৫ হাজার যুবযোদ্ধা নিয়োগ করা হবে। এই কর্মসূচি সফল করতে রাজ্য ও জেলা কো-অর্ডিনেশন কমিটি গড়ে কাজ হবে।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃদেশে এখন করোনা অ্যাক্টিভ রোগীর থেকে সুস্থ হয়ে ফেরা রোগীর সংখ্যা বেশি

নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিদের ১২ জুনের মধ্যে ব্লক ও শহরে ৫ জন করে ফিল্ড ইউনিট মেম্বারের নাম পাঠাতে হবে। ১১ জুলাইয়ের মাধ্যমে প্রত্যেক ফিল্ড ইউনিট মেম্বার ৫০ জন করে যুবযোদ্ধা নিয়োগ করবেন। যুব যোদ্ধাদের বয়স বেঁধে দেওয়া হয়েছে ১৮ থেকে ৩৫ বছর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল যুব-র সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ডিওয়াইএফআইয়ের বক্তব্য, “তাঁদের প্রকাশিত পত্রিকার নাম নকল করেছে তৃণমূল।” এভাবে বাংলার যুবদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মনে করছে বাম সংগঠন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here