নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের অবস্থা একেবারেই বেহাল। যার ফলে প্রতিনিয়ত ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে। এমনকি প্রাণহানির ঘটনাও একাধিকবার ঘটেছে।
তা সত্ত্বেও রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে ওই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িচালকদের গাড়ি চালাতে হয়। তা সত্ত্বেও প্রশাসনের টনক নড়েনি।
তাই রাস্তা মেরামতের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকায় সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যারফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ কাশ্মীরে ২৫ ফুট গভীর সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ
অবরোধকারীদের সাথে গাড়িচালকদের তর্ক বিতর্ক শুরু হয়।দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা মেরামত করার আশ্বাস দেয় পুলিশ। পুলিশ আশ্বাস দেওয়ার পর ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
তবে দ্রুত রাস্তার মেরামত করা না হলে আগামী দিনে লাগাতার পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584