নবগ্রাম থানায় টিকা কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডিওয়াইএফআইয়ের

0
117

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভুয়ো আইএএস অফিসার, তৃণমূল ঘনিষ্ঠ দেবাঞ্জন দেব নামে এক প্রতারক কসবা সহ কলকাতার কয়েকটি জায়গায় করোনা টিকাকরণ শিবির করেছে। সেই টিকা গুলি কর্পোরেশন কিংবা রাজ্য সরকারের হেফাজত থেকেই গোপনে বেরিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ব্যক্তিকে কলকাতার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম তৃণমূলের একাধিক নেতার সঙ্গে দেখা গেছে। ফলে এই কেলেঙ্কারিতে শাসকদলের কারও কারও সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রবল।

dyfi protest | newsfront.co
নিজস্ব চিত্র

এরই প্রতিবাদে গত ২৮ শে জুন সোমবার কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। যাদের সামনে দিনের-পর-দিন এ কেলেঙ্কারী চলেছে, সেই পুলিশ এদিন প্রতিবাদীদের মেরেছে, টেনে-হিঁচড়ে প্রিজনভ্যানে তুলেছে, গ্রেফতার করেছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ।

dyfi members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কান্দিতে রাস্তা সংস্কারের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি

এই ঘটনার প্রতিবাদে টিকা কেলেঙ্কারিতে অভিযুক্ত সকলের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল ছটা নাগাদ নবগ্রাম থানার সামনে বিক্ষোভে শামিল হলেন এখানকার ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। টিকা কেলেঙ্কারির যথাযথ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। উপস্থিত ছিলেন যুব নেতা সৈয়দ নুরুল হাসান, ধনঞ্জয় হালদার, রাজিব কাঠমা, মানিক শেখ সহ অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here