ই-কর্মাস সার্ভিসে নিষেধাজ্ঞা বহাল থাকছেঃ স্বরাষ্ট্রমন্ত্রক

0
73

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

ই-কমার্স সার্ভিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। গত ১৫ এপ্রিল দ্বিতীয়বারের জন্য লকডাউন ঘোষণার পরে প্রধানমন্ত্রীর ঘোষণা মত বুধবার পূর্ণ বিবৃতিতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০ এপ্রিল থেকে ই কমার্স সেক্টরের বেশ কিছু অংশের ছাড় দেওয়ার কথা ।

E commerce | newsfront.co
প্রতীকী চিত্র

আগামীকাল ২০ তারিখই কমার্স সার্ভিস শুরু হওয়ার আগে আজ ১৯ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হলো অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ই-কমার্স সার্ভিসের ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা ছিল তা থাকবে। ই-কমার্স সার্ভিসে ব্যবহৃত গাড়ি গুলি এবং তাদের কর্মীদের ই-কমার্সের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য ডেলিভারি ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইটারকে ‘ধ্বংস’ করার পরামর্শ দিলেন সরকারকে

গত ২৪ মার্চ প্রথম ধাপের লকডাউনে যে নির্দেশিকা ছিল তাতে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা, টেলিকম পরিষেবা, ব্রডকাস্টিং ও আইটি সেক্টরের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া ছিল। তবে সেক্ষেত্রেও নির্দেশিকা ছিল উক্ত সেক্টর গুলোতে কাজ যদি বাড়ি থেকে করা সম্ভব হয় সে ক্ষেত্রে বাড়ি থেকেই করতে হবে।

দেশের ধুঁকতে থাকা অর্থনীতির মধ্যে বিভিন্ন সার্ভিস পরিষেবা কোম্পানিগুলি কেন্দ্রকে এই পরিষেবা চালু করার অনুরোধ জানিয়েছে পাশাপাশি লকডাউনের জেরে স্থানীয় দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে রয়েছে বহু সাধারণ মানুষ। তবে ই-কমার্স সার্ভিস চালু হলে স্থানীয় দোকান-পাট ও অত্যাবশ্যকীয় পণ্যের অনলাইন পরিষেবা দুটোর মধ্যে ভারসাম্য থাকবে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here